সারা শহর পুড়ছে রোদে
মনের ভিতর গুমোট শোক,
হঠাৎ,এক পশলা বৃষ্টি শেষে
তোমার আমার দেখা হোক..।।-
Attitude and personality are the things which makes a person a... read more
বুদ্ধি আমার হাঁটুর নীচে
তবু ধর্ম আমার বুকে
বড়লোকের বাজেট বাড়ে
আর গরীব লোকের খিদে,
আমরা সবাই ছুটছি কিন্তু
এক নতুন শুরুর দিকে...।-
যতখানি পথ রয়ে গেছে বাকি একসাথে যাওয়া,
ততখানি বুঝি বাকি না হলেও হতো,
সূচনায় মোরা চিরকাল সাবলীল
বিদায়ের পর তুমি একা থাকতে শেখো...।-
অনেকের থাকার কথা ছিল
আর অনেকের থাকার কথা নয়,
কিছু কিছু বন্ধু শহুরে শীতের মত
কিছু কিছু বন্ধু চিরকালীন হয়...।-
দু চারদিনের প্রেমিক সবাই, তারপরে আর কত ?
কোন জামার বোতাম ছেঁড়া, কোনটা অক্ষত,
বৃথা এসব ভেবে ভেবে বৃষ্টি সারারাত
মানুষ বড় ক্ষণস্থায়ী, পালিয়ে যাওয়ার ধাত ।
-
কখনো বর্ষা, কখনো বা খরা
ভালোবাসাও এমন বেইমানী
সবটুকু তার বিষাদ দিয়ে গড়া...।।-
থেকে যাওয়া খুব জটিল কিছু নয়
মেনে নেওয়া কিছু , খানিকটা প্রশ্রয়,
আমরাই সব জটিল করে ভাবি
একদিন তো সব ছেড়ে চলে যেতেই হয়..।।-
অনেকের থাকার কথা ছিল
আর অনেকের থাকার কথা নয়,
কিছু কিছু বন্ধু শহুরে শীতের মত
কিছু বন্ধু চিরকালীন হয়।।-