অভিন্ন সম্পর্ক   (কলমে বিক্রম)
104 Followers · 7 Following

আপনি জগতে ঢেলেছি ভস্ম
শব্দ কল্প গল্প, বাকিটা প্রকাশ‍্য
Joined 31 July 2017


আপনি জগতে ঢেলেছি ভস্ম
শব্দ কল্প গল্প, বাকিটা প্রকাশ‍্য
Joined 31 July 2017

তুই হারবার আগে,
বারবার হারবি।
তুই জেতার আগে,
বারবার কাঁদবি।
তোর জেতার পরে ক্ষেদ,
সব বিশ্বাস আক্ষেপ।
তোর হারার জ্বালার ভয়,
সব হিসাব নিরুদ্দেশ।

-



আবেগের বশে অস্তরাগ,
ছলনায় তার ঈর্ষা।
সে লুকিয়ে থাকে পর্দার আড়ালে,
তরান্বিত ঘন মেঘের শব্দ।
ছিটকিনি দিয়ে ঘুমিয়ে বালিশ,
থড়থড় কাঁপে স্বপ্ন।
উঁকি দিয়ে যায় বিনিদ্র রাত,
লোভের কবলে চোখের কালি।
জব্দ হয়েছে মনের ব্যথা,
যে আস্তরণ খুঁজতে ব্যর্থ।
আজ‌ও জাগা থাকে দরিদ্র সে ঘর,
যেখানে চাই শুধু দুটি অন্ন।

-



জ্যোৎস্না রাত, সময় জলোচ্ছ্বাস,
প্রেমের জীবনে আগুন।
নিখুঁত চাহনি, থমকে উল্লাস,
বসন্তে আঁকা ফাগুন।
জটিল সহ্য শক্তি, নিষ্পাপ দৃষ্টি,
জীবনের প্রেমিক।
ললাটের দোষ, যৌবনের সৃষ্টি,
পরিচয়ে শ্রমিক।

-



গরীব হবার একটা বড় সুবিধা হচ্ছে, তাকে কষ্ট করে কাউকে দূরে সরিয়ে দিতে হয় না। জীবন নিজেই তাকে সমাজ বহির্ভূত করে দেয়।

-



যেদিন তোর নিজের কেনা গাড়িটা
বাড়ির সামনে থাকবে, দাঁড়িয়ে।
সেদিন খুঁজবি বেকার।
যেদিন দেখবি তোর না পাওয়া চাকরি,
দাঁড়িয়ে করছে হাহাকার।
সেদিন খুঁজবি বেকার।
যেদিন না চাইতেই কিছু,
করে নিবি সব অস্বীকার।
সেদিন খুঁজবি বেকার।
যেদিন নির্ভীক ভালোবাসার আলোতে,
সব সত্যি হবে একাকার।
সেদিন খুঁজবি বেকার।

-



মেঘ আমার প্রিয় নয়, আমি প্রকৃতির প্রেমিক। তাই আকাশের বুকে আঁকা ছবিগুলো যখন আমায় কাছে টেনে নেয় আর চেয়ে থাকতে বলে, সারাদিনের জন্য। আমার ক্লান্ত দু'চোখ তখন দেখতে পায়, তার বুকে জড়িয়ে কত মেঘের মায়া, যা আমার সারাদিনের গ্লানি এক নিমেষে মুছে দেয় আর বলে, চিন্তা কিসের, আমি তো আছি।

-



wife ছাড়া, রাত কাটানো সম্ভব, যেহেতু বৌ নাই।
তবে...
wifi ছাড়া, অসম্ভব, হতেই পারে না, নৈব নৈব চ।

-



একটা ঋণমুক্ত জীবন,
আরেকটা ভোঁতা ছুরি।
দুয়ের‌ই এক সমস্যা, কোনো কাজে লাগে না।

-



হয়তো আবার হবে দেখা,
হয়তো নতুন করে শেখা।
হয়তো আবার একটা কাল,
হয়তো অন্ধকারের সকাল।

-



গায়ে সাবান মাখা ভালো, শীতকালে তেল মাখা স্বাস্থ্যকর,
কিন্তু কার‌ও কথা গায়ে মাখা, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।

-


Fetching অভিন্ন সম্পর্ক Quotes