Abhik Maitra  
3 Followers · 2 Following

Joined 15 May 2019


Joined 15 May 2019
10 DEC 2021 AT 12:30

ঘনিষ্ঠতা

চিরদিনের শুন্যতা পেলো আজ সঙ্গী ভালো।
জগতের অন্ধরকার, পেলো আজ নতুন আলো।।

দীর্ঘদিনের অপেক্ষায় হাত ধরেছ তুমি।
চিরদিনের সঙ্গী আজ, তোমার শুধু আমি।।

বিষণ্ণতা চিড়েছিল বুক, একাকীত্ব করেছিল করাঘাত।
তোমার ছন্দে জীবন দেখলো, নতুন সুপ্রভাত।।

দুস্টুমির আড়ালে বেসেছো শুধুই ভালো।
মুখের ওই নিষ্পাপ লালিত্ব, যেন সন্ধ্যা প্রদীপের আলো।।

চোখের কাজল তোমার যেন বনকরবীর মায়া।
কঠিন গরমে শক্ত আচঁল, যেন বটবৃক্ষের ছায়া।।

চুলের মুদ্ধ সুগন্ধি, যোগায় বাঁচার আসা।
জীবনের আসল আনন্দ, তোমার নিষ্পাপ ভালোবাসা।।

চিরজীবন এর সাথী তুমি, তোমার ঐ আদরের মুগ্ধতা।
আনন্দে মেতে হাতটি ধরেছ, এই আমাদের ঘনিষ্ঠতা।।

-


25 JUN 2021 AT 8:48

ঘৃণা

সমাজচক্র বেজায় কঠিন, পারেকি নিঃস্বার্থ ভালোবাসতে!
ভালোতো একবারই বাসা যায়, অপর ক্ষেত্রে শুধুকাছে আস্তে।।

বাস্তবতা যে বড়োই কঠিন, করবে তোমার নিদ্রা হরণ।
প্রানের মানুষ পূর্ব কালে আকৃষ্ট, যন্ত্রনা যে করবে আজ বরণ।।

ভালো তবুও বাসবে তুমি, তোমার সে আপনজন।
তবু সে পূর্ব স্মৃতিতে বিভোর, এটাই তার সম্মোহন।।

ভালোবাসা নাকি অন্ধ, মনেনা আপনজনের কথা।
আপনজনের চোখে জল, তবু তার মনে পূর্ব জনের বেথা।।

কুমিরের কান্না দেখে, সমব্যথী হয়ে তার মুখে ফোটাও হাসি।
তোমায় নিয়ে আপনজনের অশ্রুপাত, সে যেন বর্ষার বানভাসি।।

ক্ষতি সাধনে রত সে, তাও তার ঠোট করো চুম্বন।
আপনজন পাচ্ছে কষ্ট, আজ হারিয়ে তাদের অমূল্য ধন।।

তার কথা আজ ভাবো, মনে বাজে বীণা।
আপনজন কষ্ট পাচ্ছে, তাও আজ তাদের প্রতি তোমার কেন এত ঘৃণা!!

-


18 JAN 2021 AT 15:04

অশ্রু

স্বপ্নে ভরা দুটি চোখ, আজও করছে তোমার খোঁজ।
অশ্রুপাত আজ নিয়ম মাফিক, তোমার সন্ধানে নিজেই নিখোঁজ।।

নিয়মিত কথা আজ দেখো স্তব্ধ, সময় হয়েছে বোবা।
সন্ধ্যা ঘন হয়ে এলো তাও, মনের আগুন আজ নিভা।।

নিষ্য হাত আজও খোঁজে তোমায়, সুন্নতার এই ব্যস্ততায়।
নেই আজ তুমি, হাটছি তবুও, আমাদের সেই চেনা রাস্তায়।।

তুমি যাকে ভালোবাসো, পাওকি আমায় তাতে!
তার গলার স্বর, পারে! আমার মতো করে তোমার মন ভোলাতে!

জীবন তো একটা জ্বলন্ত নিকোটিন, পুরছি আজও ধীরে ধীরে।
রক্ত আজ হয়েছে বিষাক্ত, অসম্ভব আজ আমারও যাওয়া ফিরে।।

তোমার দেওয়া গোলাপ খানি, হয়েছে আজ কালো।
স্বপ্ন আজ রেখেছে দেহ, শব দাহই আজ যেন যোগায় আলো।।

এক রাশ যন্ত্রনার নায়িকা তুমি, নায়ক ভুলেছে অভিনয়।
মৃত্যুর সাথে লড়ছি পাঞ্জা, জীবিত থাকাটাই আজ বিস্ময়।।

আজ তবে শেষ হবো, অনুভূতিকে কে মারবো পিষে।
না থাকার যন্ত্রনার থেকে, নিজ অস্তিত্ব টাই হোক মিছে।।

স্বপ্ন আমি আজও দেখি, ফিরবে তুমি কোনোদিন।
অশ্রু গুলোই থাক জমা, জীবন্ত লাশ তবু মৃত্যু বিহীন।।

-


6 NOV 2020 AT 20:07

বিদায় বেলায়
দোষী ছিলাম হয়তো আমি, লেগেছে তাই প্রানের মায়া।
দিনশেষে আধার নামলেও যে, ছেড়ে যায় নিজের ছায়া।।

চাইনি যে ভালোবাসা, শুধু মন ভরে বাসতেচাই আজও।
অবেলায় এসে বুঝি, আজ তুমি আমার না গো।।

আজও আমার ইচ্ছে গুলো, মেলতে চায় দানা।
তবুও যে খুবই কঠিন, সেই পাখি কে ফিরিয়ে আনা।।

দুঃস্বপ্ন লাগে আজ তোমার ওই চলে যাওয়া।
আজ যে তাই খুব কঠিন হলো নিজের নিজেকে খুঁজে পাওয়া।।
আজও তোমার হাতটা ধরতে চাই, পাশে চাই আজও তোমাকে।
দিন ফুরালে শ্রান্ত শরীর তাই, খোঁজে শুধু তোমার কোলে আমাকে।।

কত স্বপ্ন আজও অপূর্ণ, শেষ করবো তোমার সাথে।
আমাকে তুমি ভুল বুঝো না, আমি যে আজ হারিয়েছি নীল দিগন্তের খোলা মাঠে।।

আমার শরীরে আজ বিষাক্ত স্রোত, ধমনীও হয়েছে ম্লান।
ভালোবাসার আঘাতে আজ আমি বিদ্ধস্ত, তবুও তোমার প্রতি আজ সেই টান।।
দেহে তাই আজ বিষাক্ত স্রোত বয়, পৃথিবী আমার কাছে নরক।
জীবনের এই খেলা ঘরে, খেলতে আমি আজ অপারক।।

সন্ধ্যা নামছে আমার চোখে, তারাদের এই সুন্দর খেলা।
কালন্ত আজ আমি তোমায় খুঁজে, অজুহাত দেব না মেলা।।

রাত্রি এখন ঘনিয়ে এলো, জীবন মেতেছে শেষ খেলায়।
শুধু বলবো ভালো থেকো, তবেই শান্তি আমার বিদায় বেলায়।।

-


12 OCT 2020 AT 10:38

When other men Blindly follow the Truth
Remember
Nothing is True

When other men are limited by Morality or Law
Remember
Everything is Permitted

-


21 AUG 2020 AT 20:02

আনন্দের সময়ে ছুঁয়ে গেছো মন।
খারাপ সময়ে নেই তোমার ছোয়া।।

গভীর রাত তোমার সাথে কাটানো।
আজ ভাবনা গুলোও যেন ধোয়া।।

তিলে তিলে গড়ে ওঠা বিশ্বাস।
সে যেন উড়ছে আজ ফানুস।।

মধুর স্মৃতিটা নয় মনেই থাকুক।
বাস্তবে তো সে আজ বিষাক্ত মানুষ।।

-


13 AUG 2020 AT 22:48

সম্পর্ক

দিন কাল আজ ম্লেচ্ছ পুরো, দৃষ্টি টাও আজ ম্লান।
দুর্গম বোঝা মানুষের বাক, মিষ্টতাও আজ তিক্ত সমান।।

সমাজ বোঝায় তার মান, তোর স্থান নাকি সব উর্ধে।
নিতান্তই আজ বাঁচা প্রয়োজন, নয়তো জীবন ত্যাগ হতো বহু পূর্বে।।

ঝড় ঝাপটায় তছনছ জীবন, চূড়ান্ত পর্যায় আধারে তাই।
এত কিছুর পরেও বলি কেমনে, এখনো যে আমি বাঁচতে চাই।।

নিজের মতের আর নেই দাম, প্রমানিত সমাজ দেয় না মান।
তাদের বাক্যই সর্ব শ্রেষ্ট, যেন পুরান বেদের টান।

রাখা থাক তাই পাতায় বন্দি, আমার মনের কথা।
সমাজ সেদিন দেবে তার দাম, যখন বলে উঠবে নীরবতা।।

আত্মসম্মান থাকা ভালো, অহংকার টাই যে ভুল।
সমাজ আজ দুয়ের মধ্যে, বলছে তুমিই ভুল।।

আজ তাই সবার মধ্যে, শুধু নামের সম্পর্ক আছে।
আসলে কেউ যে ভাবে না, কি নেই তোমার কাছে।।

ভুল ঠিক আজ প্রমান করতে, হারাক মনের সারমর্ম।
প্রমান করতে আমিই শ্রেষ্ঠ, তাতে শেষও হোকনা পুরোনো সম্পর্ক।।

-


27 MAY 2020 AT 19:01

একসাথে থাকার ছিল ইচ্ছা, বেমানান ব্যথা পেয়েছি জোরালো।
মন ভাঙলে যায় না জোড়া, তৃপ্তি টাও আজ হারালো।।

সম্মান গেছে জলাঞ্জলি, নিস্তব্ধ আজ জীবনের সুর।
সুন্দর আলোর আসায় ছিলাম, অন্ধকার নেমেছে প্রচুর।।

-


26 MAY 2020 AT 22:56

দুঃখ যদি হয় প্রতিক্ষণ, হৃদয়ের গহীন পানে।
যেন তোমার সে নয়, স্নিগ্ধ পরনে।।
দূর হয়েছে আজ সে, দেখি না তার মুখের হাসি।
মন টারে রাখি কেমনে ধরে, তারে যে আজও ভালোবাসি।।

-


17 MAY 2020 AT 22:41

মূল্যহারা নিজেই এই সমাজ, খোঁজে কাব্য, কবির যোগ্যতায়।
কবিতা তার মর্মে লেখা, কাব্য জন্মে কবির অন্তর শুন্যতায়।।

-


Fetching Abhik Maitra Quotes