একটু সময় দিন। একটু ধৈর্য ধরুন। একটু না হয় সহ্যই করুন।
দেখবেন, যার গালি, তার কাছেই ফিরে গেছে। যার হাতের কুড়ুল আপনার উদ্দেশ্যে উঠেছিল, সেটা তার নিজের পায়েই পড়েছে। যার পায়ের জুতো তার নিজের গালেই পড়ছে।
না, এতে আনন্দ পাওয়ার কিছু নেই। শুধু নির্লিপ্ত হয়ে দেখার আছে।
কারণ, এটা সূর্য ওঠা, বৃষ্টি পড়া, রাত থেকে দিন হওয়ার মতই এক স্বাভাবিক ঘটনা।
✍️©️ অভিজিৎ মজুমদার (সেতারিস্ট)-
To die in love, to live
To know, that music floats
The soul surrenders, to give
All that's stored in the notes-
শীল হয়েছে, আমার বেনীমাধব,
কাব্য ছেড়ে, লিখছে এখন পাঁজি।
গঞ্জিকাতে ই বদলে গেছে আদব
পঞ্জিকা টি ধোঁয়ায় ধোঁয়ায় সাজি।
এখন কি তাই নামছে না আর জলে?
দুষ্টু বেণীর ভিজতে এমন ভয়?
ছাদের ওপর মগজ ফুলের দলে
সারে সারে সারাংশ টি কয়।
(অভিজিৎ মজুমদার)-
কথা,
যদি দুহাত পেতে ধরো
শক্ত কথাও নরম হতে জানে
আবছায়া কে মিষ্টি আলোয় ভরো,
গাইবে তারা, তারার কানে কানে।
ভেসে থাকা, শব্দ সমুদ্রেতে
ডুবতে রাজী - নাই বা হলো কেউ
নদীর বুকে থাকি না কান পেতে,
সাগর তোলে উথাল পাথাল ঢেউ।
(অভিজিৎ মজুমদার)-
Don't be the same. Be better.
Don't wish "Same to you",
Wish the same,
in a different and better way.-
Receiving is an Art, too. It needs knowledge, wisdom and learning to know how to receive. A person, who knows how to receive, makes the giver divine.
That's why, a good disciple is more valued than a preceptor.-
When I am with the "IN"
I am WITHIN.
When I am with the "OUT"
I am WITHOUT.-
যে যেখানেই থাকি,
যত দুরেই থাকি,
মনে মনে যেন একে অপরকে
মনে রাখি।-
"আপনারে দান, সেই তো চরম দান,
আকাশে বাতাসে তারি লাগি আহ্বান।
ফুলবনে তাই রূপের তুফান লাগে,
নিশীথে তারায় আলোর ধেয়ানে জাগে,
উদয়সূর্য গাহে জাগরণী গান।"
----- রবীন্দ্রনাথ ঠাকুর-