AbhijitMazumdar Setarist   (Strings of Abhijit)
289 Followers · 71 Following

⭐KNOWLEDGE,🌹LOVE,💮PEACE🪷BLISS🔥INSPIRATION 💥
Joined 11 February 2022


⭐KNOWLEDGE,🌹LOVE,💮PEACE🪷BLISS🔥INSPIRATION 💥
Joined 11 February 2022

inkings of laughter,
whispers of love, and
brushstrokes of dreams.

with
vibrant hues of moments,
tender strokes of memories,
and the signature of the soul.

with
stories untold,
poetry in motion, and
the gentle whispers
of what could be.

-



What's in a name? Or creed,or cast?
It's love and truth which reign and last.
Be bold to bloom, stay proud and tall,
Be a beautiful soul, and that is all.

-



When life first felt being stirred
In the blooming bud of love.
When my eyes softened for no reason,
When the first drop of tears -
Rolled down my cheeks, in joy..
My heart first searched for words,
worthy to vent the beats..
Now, I am lost, and I found myself
In the heart of my love.

-


27 MAY AT 15:41

Wishing you a very happy afternoon, my friends 🌹

from: Abhijit Mazumdar

-



The enchanted moon
You are gracefully alone
And your loneliness
Crowned my own

-


10 MAY AT 17:43

Simple things remain hidden

for complicated persons

-


17 APR AT 15:07

একটু সময় দিন। একটু ধৈর্য ধরুন। একটু না হয় সহ্যই করুন।
দেখবেন, যার গালি, তার কাছেই ফিরে গেছে। যার হাতের কুড়ুল আপনার উদ্দেশ্যে উঠেছিল, সেটা তার নিজের পায়েই পড়েছে। যার পায়ের জুতো তার নিজের গালেই পড়ছে।
না, এতে আনন্দ পাওয়ার কিছু নেই। শুধু নির্লিপ্ত হয়ে দেখার আছে।
কারণ, এটা সূর্য ওঠা, বৃষ্টি পড়া, রাত থেকে দিন হওয়ার মতই এক স্বাভাবিক ঘটনা।

✍️©️ অভিজিৎ মজুমদার (সেতারিস্ট)

-


12 APR AT 14:42

To die in love, to live
To know, that music floats
The soul surrenders, to give
All that's stored in the notes

-


10 APR AT 23:47

শীল হয়েছে, আমার বেনীমাধব,
কাব্য ছেড়ে, লিখছে এখন পাঁজি।
গঞ্জিকাতে ই বদলে গেছে আদব
পঞ্জিকা টি ধোঁয়ায় ধোঁয়ায় সাজি।
এখন কি তাই নামছে না আর জলে?
দুষ্টু বেণীর ভিজতে এমন ভয়?
ছাদের ওপর মগজ ফুলের দলে
সারে সারে সারাংশ টি কয়।

(অভিজিৎ মজুমদার)

-


10 APR AT 21:58

কথা,
যদি দুহাত পেতে ধরো
শক্ত কথাও নরম হতে জানে
আবছায়া কে মিষ্টি আলোয় ভরো,
গাইবে তারা, তারার কানে কানে।

ভেসে থাকা, শব্দ সমুদ্রেতে
ডুবতে রাজী - নাই বা হলো কেউ
নদীর বুকে থাকি না কান পেতে,
সাগর তোলে উথাল পাথাল ঢেউ।

(অভিজিৎ মজুমদার)

-


Fetching AbhijitMazumdar Setarist Quotes