স্বপ্নে তোমার চোখের কোলে
বয়সের স্বাদে জীবন যৌবনে।
প্রেম দুপুরে ভুলের মাশুলে
অভিমানে তুমি দূরে গেলে।
কাঁচা বয়সের হৃদয়ের টান
চুম্বনে ঠোঁটে দুঃখটি ভরে।
হৃদয়ে তোলপাড় শান্ত হলে
অভিমান ভুলে ফিরিস ঘরে।।-
নজরে এসেছিলে উত্তুঙ্গ আড্ডায়
রজনী আভা,অনুভূতির ডগায়।
তোমার আমন্ত্রণে, হৃদয়ে জাগানো
শেষ ছোঁয়া টুকু ওষ্ঠে বাঁধানো।
ভালোবাসা ছিলো বলে,
আবডালে জড়িয়ে আদর করতে।
উৎসবে তুমি মন খারাপে
চোখের পলকে ভিজিয়ে রাখতে।
তুমি ছিলে ঝংকারে পায়েল,
নুপুরের খিলখিল হাসিতে।
বাঁধতে পারিনি, প্রেমে-তোমাকে
সময় খারাপে,হৃদয়ের সাথে।
....তুমি আজও আছো....তুমি তাই😔
-
কাঁচা হলদে শাড়িতে, ললাটে সবুজ চাঁদে
নিঝুম দুপুরের স্বপ্নে ছিলে,
রজনীর বিবর্তনে,আলাদা তুমি-আমি
স্মৃতিরা মারা গেলো প্রতীক্ষায়,
প্রতিশ্রুতির মায়াবী বন্দনায়।
হৃদয় বাঁধে তোমার নামে,
তোমার বুকের রুহ থেকে,
তোমার চুলের মতো কালো আকাশে,
আজও,
আমাদের স্বপ্নসারথি ভেসে যায়;
তোমার প্রথম প্রতিশ্রুতিতে।
-
নিজেই নিজের মোটিভেট পার্সন
লক্ষ্য স্থীরে এগোনোর চেষ্টা।
সরল বাঁকের আশা করে এগোনো
ঋণাত্মকতায় ভরালো শ্রস্টা।।
খারাপ হয়েছি মানুষের কাছে
ভাবনার প্রসার আত্মার অস্তিত্বে।
জীবন এখন ফুরফুরে থাকে
আশাহত উপহারে ভাগ্যের স্মিতে।।
-
.
বিচ্ছেদ
.. স্বপ্ন দেখেছি, স্বপ্নে বুনেছি
ভেঙ্গেছি আশার মৃত ছবি।
জড়িয়ে প্রেম ঢাকা দিয়েছি
মিথ্যা সম্পর্কে পরজীবি।।
দিনের আকাশ হয়েছে কালো
গর্জনে ডাকছে ঈশান কোণ।
আনন্দে উল্লাসে দেখিয়ে দিচ্ছে
লক্ষ্যটা ছিল সত্যিই প্রলোভন।।
অস্থির নয়নে বেদনার মেঘ
তোমায় দেখতে পারি না।
নিঃস্ব হবো, হারিয়ে স্বপ্ন
তোমায় মনে রাখবো না।।
.........................................................-
#ঝুলন্ত দেহ!
মৃত্যুর অমৃত খুঁজে পাই নি,
পাপ কর্মে প্রাণ মরে যায়!
অহংকার ভেঙ্গে, প্রকাশলজ্জায়
মরিতে ছুটিছে অসহ্য সজ্জায় !
অন্তরের আশ্বাসে বিশ্বাস হয়নি,
অশ্রুস্রোতে কেটেছে দুঃখ রাত !
উৎকন্ঠায় প্রতীক্ষিয়া থাকে স্বপ্ন
মৃত্যুর দরবারে শেষ প্রতিঘাত !
বঞ্চনা, বন্ধনের খেলা হয়তো শেষ
পুরোনো কথার কেনা-বেচা শুরু !
চারিদিকে, ভীত আর্তনাদ,
মরনে মরনে আলিঙ্গনে
সত্য করে বলবে তো ?
ঝুলন্ত দেহ .... কার দাবিদার !
-
রক্তে শরীরে জীবনের দামে
ক্ষুধার নিবৃত্তি জ্বলছে দেশ।
মাথা ঠেকে মরনেই শান্তি
মনে হচ্ছে এইতো প্রাণ শেষ।।
জাতি-ধর্ম বিভেদ নিয়ে হিংসা
উন্মাদনায় আগুনে নগ্ন কায়া।
বাঁচার চেষ্টা বৃথা উপভোগে
মৃত্যুকে ঘিরে জীবনের ছায়া।।-
কস্টের প্রলেপ লাল কামরাঙায়
শূন্যে ফিরে হৃদয়ে বলে কথা !
দুঃখ আমার স্পর্শে ছোঁয়ায় বুকে
ভেঙ্গে গেলো প্রেমের নিরবতা !!
প্রেমিকা তুমি শব্দহীন তালেবর
এখন আর হৃদয়ে ছন্দ মিলে না !
বিশ্বাসে তো ভালোবেসেছিলাম
আজও সেই,অবুঝ মনের বায়না !!-
সময়ে সবাই পাল তুলেছে
জীবন প্রবাহের করোনা ঝড়ে।
কস্টের প্রহার একদিকে যেমন
লড়াইটা আরও প্রচেস্টায় বাড়ে।
জন্ম যাদের দুঃখের পালাগানে
কৃষক , শ্রমিক সমাজ গড়ে।
আত্মসাতের তোলা বাজরা
সুযোগ পেয়ে গদিতে চড়ে।
এ ধ্বংসের মাঝেই কি শুরু ?-
এই সময় স্তব্ধ নির্বাক
কোথাও, কোনো স্বপ্ন নেই
তবু আহত আর মুমূর্ষুর
চিৎকার !
অন্ন নেই, মর্যাদা নেই,বিপন্ন।
মানবতা নেই, কঙ্কালের দাগ
ছড়িয়ে ছিটিয়ে,
ভ্রষ্টপথিক মৌনমূক বেঁচে থাকার
ক্রন্দন মিছিল
দিগন্তে আকাশ অচঞ্চল আসন্ন।
......... তবুও
লড়াইয়ে চলাচল...
হাতে হাত রেখে আরও কিছুটা পথ !-