আজ হলো বিশ্বের সবথেকে বড় চোচলা দিবস,
ঘটা করে মিথ্যা কথা বলার দিন,
বেছে বেছে সেই কথাগুলোই বলে সবাই,
যেগুলো পালন করো না কোনদিন,
হ্যাঁ আজ বিশ্ব প্রতিশ্রুতি দিবস।-
আমার একটি ইউটিউব চ্যানেল আছে ( My Unfinished Story ) ত... read more
তুমি সব দিয়ে ছিনিয়ে নিলে
টিকে থাকার লড়াইয়ে আবারও আমি দাঁড়িয়ে
বোঝা কঠিন তোমার খেলা ।
যা হয় ভালোর জন্যই হয়
কিন্তু মনটাকে কি করে বোঝাই ?
সত্যি বোঝা কঠিন তোমার খেলা ।-
শ্রেষ্ঠ প্রেমিক তথা শ্রেষ্ঠ সন্তান তুমি,
আমি হতে চেয়েছিলাম তোমার মত
কোনোটাই হতে পারিনি ঠিক ঠাক,
তুমি ঈশ্বর আমি তুচ্ছ এক প্রাণী
বুঝলাম, সন্তান যেমন তেমন
প্রেমিক হওয়া আমার কম্ম নয়,
হয়তো হাসছো তুমি অবোধ বালক বলে কি,
তুমি শিখিয়েছিলে হার হয় না কখনো কারো
সময়ের পরিবর্তন পৃথিবীর নিয়ম,
সময়ের চাকা ঘুরবে আবারও,
ধৈর্য ধারণ করো,
তোমার হাত আমার মাথায় রেখো
আমি সব বাঁধা পেরিয়ে যাবো ।-
থেকে যাওয়ার যুদ্ধে হেরে যেতে হয় মাঝে মাঝে,
ইগো ত্যাগ করতে হয় আগলে রাখার দায়িত্বে।-
সমুদ্রের কোলে পাহাড়
ঠিক সন্ধ্যা হওয়ার আগে
সমুদ্র পাড়ে খোলা আকাশের নিচে
একাকী বসে সূর্য অস্ত দেখা
সঙ্গে এক কাপ চা 🖤-
স্বার্থ পূর্তিতে জানিয়ে বিদায়
অসহায় ভাব তার চক্ষু লজ্জার ভয়।-
যুক্তি সহকারে অনাচার কে সদাচার
ব্যাখ্যা করে ফেমিনিস্ট/মাস্কুলিনিস্ট ভাব,
নেতিবাচক মনোভাব পোষণ করে
ইতিবাচক ফল হয় না লাভ।-
তুলে রেখো ভালোবাসা তার জন্য
দিন শেষে ফিরে আসে শুধু তোমার জন্য ❤️-
Har Ek Rasta Manzil Ko Nahi Jata
Har Koi Dil Ke Karib Nahi Hota
Riste Nate Mahesh Ek Khel Hain Iss Duniya Mein
Pyaar, Ishq, Mohabbat Sab Ka Siddat Wala Nihi Hota 🙂-