Abhijit Kumar Pandit   (কলমে✍️ Abhijit Pandit)
188 Followers · 123 Following

read more
Joined 16 March 2019


read more
Joined 16 March 2019
30 AUG AT 12:34

লড়াই ??? নিজের সাথে অস্তিত্বের 🙂

-


30 AUG AT 11:49

কাল্পনিক জীবন কলমে
বাস্তব জীবন দীর্ঘশ্বাসে,
স্মৃতি ঝাপসা চোখে
প্রথিক তুমি একলা জীবন পথে,
পথ ভুলে গন্তব্য হারিয়ে
ক্লান্ত মুখোশধারী । 🙂

-


30 AUG AT 11:26

বন্ধুর বন্ধুত্ব,
প্রিয় মানুষের সাথে সম্পর্ক,
ফিকে হয়ে যায় সব কিছুই
সময়ের সাথে এই পৃথিবীতে,
জানি পরিবর্তন প্রকৃতির নিয়ম,
তাহলে যদি, মধ্যাকর্ষণ টানে
ফিরে আসতে হারিয়ে যাওয়া
সব প্রিয় জন। 🙂

-


16 AUG AT 4:27

শ্রেষ্ঠ সন্তান তুমি, শ্রেষ্ঠ ভাই তথা শ্রেষ্ঠ প্রেমিক তুমি,
জানি না কতটা ভালো সন্তান আমি
জানি না কতটা ভালো ভাই
তবে অবশ্যই আমি প্রেমিক নই
শ্রেষ্ঠ হতে চাইনি আমি উত্তম হতে চেয়েছিলাম
কপালে নেই নাকি, দোষ আমার?
উত্তর খুঁজি আজও।
আশীর্বাদ করো আমায়
যত টুকু যোগ্য আমি তত টুকু দিও।

-


11 FEB 2024 AT 9:18

আজ হলো বিশ্বের সবথেকে বড় চোচলা দিবস,
ঘটা করে মিথ্যা কথা বলার দিন,
বেছে বেছে সেই কথাগুলোই বলে সবাই,
যেগুলো পালন করো না কোনদিন,
হ্যাঁ আজ বিশ্ব প্রতিশ্রুতি দিবস।

-


19 NOV 2023 AT 0:32

উড়তে দাও আমায় ওই আকাশে
দিওনা পায়ে শিকল 🖤

-


6 SEP 2023 AT 11:12

তুমি সব দিয়ে ছিনিয়ে নিলে
টিকে থাকার লড়াইয়ে আবারও আমি দাঁড়িয়ে
বোঝা কঠিন তোমার খেলা ।
যা হয় ভালোর জন্যই হয়
কিন্তু মনটাকে কি করে বোঝাই ?
সত্যি বোঝা কঠিন তোমার খেলা ।

-


6 SEP 2023 AT 10:42

শ্রেষ্ঠ প্রেমিক তথা শ্রেষ্ঠ সন্তান তুমি,
আমি হতে চেয়েছিলাম তোমার মত
কোনোটাই হতে পারিনি ঠিক ঠাক,
তুমি ঈশ্বর আমি তুচ্ছ এক প্রাণী
বুঝলাম, সন্তান যেমন তেমন
প্রেমিক হওয়া আমার কম্ম নয়,
হয়তো হাসছো তুমি অবোধ বালক বলে কি,
তুমি শিখিয়েছিলে হার হয় না কখনো কারো
সময়ের পরিবর্তন পৃথিবীর নিয়ম,
সময়ের চাকা ঘুরবে আবারও,
ধৈর্য ধারণ করো,
তোমার হাত আমার মাথায় রেখো
আমি সব বাঁধা পেরিয়ে যাবো ।

-


4 SEP 2023 AT 23:15

থেকে যাওয়ার যুদ্ধে হেরে যেতে হয় মাঝে মাঝে,
ইগো ত্যাগ করতে হয় আগলে রাখার দায়িত্বে।

-


1 SEP 2023 AT 11:45

সমুদ্রের কোলে পাহাড়
ঠিক সন্ধ্যা হওয়ার আগে
সমুদ্র পাড়ে খোলা আকাশের নিচে
একাকী বসে সূর্য অস্ত দেখা
সঙ্গে এক কাপ চা 🖤

-


Fetching Abhijit Kumar Pandit Quotes