কিছু স্পর্শ অধরাই ভালো,
ধরা পড়লেই অবহেলিত...
কিছু স্বপ্ন ঘুমেই থাক
বাস্তবে পদদলিত।
এখনও অনেককিছুই বাকি রয়ে গেছে
বাদ দিতে শিখলাম কই!
মনকেমনেই নাহয় তুই থাক..
মগজ থেকে মনে,
অলিখিত প্রেমদিবসের দিনে।-
● অধমের বলার মতো কোনো গুণ নেই..
● অনুভূতির আঘাত ছাড়া এমনি এসব আসে না।