Abhijit Biswas   (✍️ অভিজিৎ বিশ্বাস)
114 Followers · 109 Following

● অধমের বলার মতো কোনো গুণ নেই..
● অনুভূতির আঘাত ছাড়া এমনি এসব আসে না।
Joined 2 December 2017


● অধমের বলার মতো কোনো গুণ নেই..
● অনুভূতির আঘাত ছাড়া এমনি এসব আসে না।
Joined 2 December 2017
4 APR 2018 AT 1:04

কিছু স্পর্শ অধরাই ভালো,
ধরা পড়লেই অবহেলিত...
কিছু স্বপ্ন ঘুমেই থাক
বাস্তবে পদদলিত।
এখনও অনেককিছুই বাকি রয়ে গেছে
বাদ দিতে শিখলাম কই!
মনকেমনেই নাহয় তুই থাক..
মগজ থেকে মনে,
অলিখিত প্রেমদিবসের দিনে।

-


19 OCT 2021 AT 23:26

বেকারত্বের সাক্ষী ছিল দরজাবন্ধ অন্ধকার,
অগোছালো টেবিল আর ফাটলধরা চার দে'য়াল।

-


10 JUL 2021 AT 1:40

We mature with the damage,
not with years..

-


29 JUN 2021 AT 15:41

তুমি বরফ হয়ে গলতে থাকবে,
আমি হিমবাহ হয়ে লড়তে থাকবো।

-


23 MAY 2021 AT 19:47

মান আর হুঁশ এতো এলোমেলো কেন?
মৃত্যুর উৎসবে মানুষ এতো আলগা কেন?

-


13 MAR 2021 AT 11:43

বাড়ছে দাপট ঝড়ের,
হিসাব বাকি অনেক করের।
বোধ হয় বৃষ্টি আসবে অঝোরে,
যাক ধুঁয়ে সব অগোচরে।

-


20 JAN 2021 AT 23:21

Everything that drowned me,
taught me how to swim...

-


17 JAN 2021 AT 23:20

হিসাবের খাতাটা বড্ড বেমানান হয়ে গেল...
তাহলে সেই বছরগুলো কি ছিল!!!
সমস্ত কিছু কেমন যেন বিষাক্ত লাগছে।
আড়াল পেলেই স্মৃতির উপর চাবুক চালিয়ে যাচ্ছে।
আসলে ব্যর্থতার ধর্ম সেই ভিজে থাকায়...

-


16 JAN 2021 AT 23:42

এখন আর তোমার পাড়ায় আসা হয়ে ওঠে না।
কি জানি! হয় তো আর ফেরার তাগিদ নেই।

-


11 JUL 2020 AT 14:25

বুকের ভিতর চিনচিনে বিষ,
ভালো-মন্দের দ্বন্দ্ব।
টুকরোগুলো বিঁধছে বড়
খোলস তবু শক্ত।

-


Fetching Abhijit Biswas Quotes