ভালবাসা```মানে কি জানো ?
কারো জন্যে বুকের মাঝে শূন্যতা
অনুভব করার নাম ভালোবাসা `
কারো সাথে পাশাপাশি চলার
তীব্র ইচ্ছার নাম ভালোবাসা `
কারো সাথে কথা না বলতে পেরে
ছটফট করার নাম ভালোবাসা
`কাউকে নিয়ে ভাবতে ভালো
লাগার নাম ভালোবাসা `
কাউকে সুখী দেখে নিজে সুখী
হওয়ার নাম ভালোবাসা `
কারো চোখের জল দেখে নিজে
কেঁদে ফেলার নাম ভালোবাসা `
কারো কাছ থেকে পাব না জেনেও
কিছু পাওয়ার আশার নাম
ভালোবাসা.......-
পাড়ি জমাবো তোমার খোঁজে।
মানুষ মানুষকে বলবো!
... read more
করবে না ক্ষমা?
সেটা থাকুক জমা।
নীল শাড়ি পরেছ আর?
বেগুনি পছন্দ তার।
তার মানে কার?
আজ আমি যার।
ওহ! বিয়ে হয়েছে?
হুম মেয়েও আছে।
বাহ! সুখি পরিবার।
তবে হৃদয় ছারখার।
ভালবাসে না স্বামী?
কখন বলেছি আমি?
তবে কেন পিছুটান?
সেই স্মৃতি প্রতিমান।
-
আমি সৈনিক
আমি সৈনিক,আমি যোদ্ধা,আমি রণমূর্তি
আমি অসীম সাহসী,দিব সমুদ্র পারি
দলে যাব যত পর্বত গিরি।
চোখজোড়া ক্ষুধাতুর, রক্ত পিপাসু
আমার বিশ্রাম নেই,আমি সদা সতেজ
হোক না শত্রু পাহাড় সম,জানোয়ার
কিবা বন্য
আমি সত্যের সৈনিক,আমার
পথচলা দুর্বার আমার অভিধান মৃত্যুভয় শূন্য।
নারী মোহে আমি আসক্ত নই
কঙ্কটপূর্ণ পথে শত্রু নিঃশেষে
দেশমাতৃকার তরে নিয়োজিত
নিরিহ জনতার
ক্রন্দনধ্বনি কানে বাজে
আমি অট্টহেসে খঞ্জর মেরে শত্রুকে দেই তেরে।
আমি মুক্ত,আমি স্বাধীনচেতা
আমি ভেঙ্গে ফেলি যত পরাধীনতা
আমি জাতির কান্ডারি,আমি ভান্ডারী
আমিই রণবীর,
আমি থাকিতে তোমাদের কেহ
পারিবেনা মারিতে তীর।-
দেশপ্রেমিক' হবি
দেশ সেবার নামে ,তোমরা দাও আত্ম বলিদান,
তোমরা ভারতীয় সেনা, তোমরা ভারত মাতার বীর সন্তান।
তোমরা আসো খবরে যখন, কফিন বন্দি হয়ে আসো ঘরে,
তোমাদের জন্য শুধুই সমবেদনা ঝরে,
আমাদের বাল্মীক অন্তরে।
ফেসবুক পেজে তোমাদের বড়ো করে শহীদ হওয়ার ছবি,
শত লাইক আর কমেন্টের বন্যায়,
দেশপ্রেমিক হবি?
তোমাদের সন্তান, মা ,বাবা স্ত্রী নাকি
সব মেনে নেবে আঁখি জলে,
দেশকে বাঁচানোর জন্য আর কতো দিন আহুতি দেব রাজনীতির কৌশলে।
সত্তর বছরের স্বাধীন দেশ, এখনও জ্বলছে কাশ্মীর,
তোমরা নেতারা ,গদি পেলে বস জমিয়ে,
খাও ইচ্ছা মতো দুধ, ক্ষীর।
আমি সাধারণ ,আমি জনগণ, পারি না দেখতে ভাই, দাদার অকাল প্রয়াণ,
সৈনিক বলেই তোমাদের কী দিতে হবে, এইভাবে নিজের জান?
ঘুণ ধরা, আর বিড়ি ,গাঞ্জা খাওয়া বুকে জাগাতে পারি না সাহস,
গর্জে উঠতে পারি না আমরা,ভাত ঘুম দিয়ে হয়েছি অলস।
এসেছে সময় বদল দরকার দেশের মৌন বিদেশনীতির,
সন্ত্রাসীদের জবাব দিতে,হতে পারি না কী আমরা বীর?
জানি না এইভাবেই কতদিন আমরা সইব,
নিজের দেশের মধ্যে আমরা কাপুরুষ হয়ে রইব।
ভাইয়ে ভাইয়ে লড়াইয়ের কুরুক্ষেত্র,এনে ছিল ধর্মের বিজয়,
ঝাঁপিয়ে পড়ি সর্বশক্তিতে ,হবে সন্ত্রাসীদের পরাজয়।-
ক্ষমতা আছে বলে অতিরিক্ত উড়তে এবং জোর দেখাতে নেই...
কথায় আছে,, অতি চালাকের গলায় দড়ি 🖤🤟-
কতটা!
ঠিক কতটা আপন হলে–আমায় তুমি চিনবে?
আর কতবার নিলাম হলে–আমার তুমি কিনবে?
আর কত কাল কাঁদলে তবে–আমায় তোমার মানবে?
আর কতটা হাত বাড়ালে–আমায় কাছে টানবে?
ঠিক কিভাবে ডাকলে বলো–আমায় তুমি শুনবে?
আর কতটা পুড়লে তবে–আমার সাথে জুড়বে?
আর কতটা এগিয়ে গেলে–আমার সাথে হাঁটবে?
ঠিক কতটা সইলে আঘাত–আমায় কাছে ডাকবে?
আমি যদি না থাকি আর–তখন আমায় ভাববে?
আমার শোকের ছোঁয়ায় কভু–একটু খানি কাঁপবে?
এসব কিছু না পারো-থাক, এই অনুরোধ থাকবে
প্রশ্নগুলোর জবাব লিখে–কফিনটাতে রাখবে?-
যদি কখনো কিছু ফিরে পাবার অপশন পাই,
তবে ছেলেবেলাটা আর একবার ফিরে পেতে চাইব।
কারণ ছেলেবেলার আনন্দ গুলোই একমাত্র নির্ভেজাল ছিল।
-
কেমন যেন সবার কাছে
বিরক্তির কারণ হয়ে যাচ্ছি
নিজেকে চেঞ্জ করতে হবে
সমস্যা নাই করে নেবো-
👉 Jindagi Mein Kai sawalat Badal dalen💕
👉 Waqt Ne Mere Halat Badal dalen❤️
Main To Aaj Bhi wahi hun Jo Kal tha💞
😘Bus Mere Liye dosto ne apne khayalat Badal dale-