কতো উষ্ণতায় দেহ পুড়ে হয় ছাই?
কতো উষ্ণতায় জল ফুটে হয় বাষ্প?
এসব না হয় অজানা হয়েই থাক।
তোমার প্রতি অকারণ অভিমান,
সময়ের সাথে নিঃশেষ হবে প্রায়ই।
তবুও এ অবুঝ মন কেন ভালোবাসে অকারণ?
এসব না হয় আজ অজানাই থেকে যাক।
-
কোনটাই কাল্পনিক নয় ।
ভাবনাগুলো সচল হলে কলমে তা প্রকাশ পায় ।
সময় অনেকটা সমুদ্রের মতো,
নিজের বলে কিছুই রাখে না ;
ফিরিয়ে দেয় সবকিছু l
ভালোবাসা কতকটা দমকা হাওয়ার মতো,
যাকে আটকে রাখা যায় না;
অনুভবে বুঝে নিতে হয় I
অভিমান অনেকটা নির্জন অরণ্যের মতো,
যার গভীরতা সহজে বোঝা বড় কঠিন l
-
ডাক পিওনের খাম মলিন,
ছুটে চলে সে অন্তহীনI
বেনামি চিঠির হাতছানি!
তবু সেই চিঠিটাই খুব দামী I
অবুঝ এ মন খোঁজে কারণ!
মেঘলা দিন কেন ভাল্লাগে না I
-
দোয়াতে নতুন কালি,
প্রেমের কবিতা খাতার পাতায়;
ফাগুন আকাশে মেঘেরা,
হঠাৎ বৃষ্টি ঝরায় I
স্বপ্নে স্মৃতিরা ভীড় করে বেড়ায়;
তোমার কালির ছোঁয়া!
আমার ফাগুন মন আঙ্গিনায় I-
শহরে হঠাৎ !
আলতো রোদ্দুর,
অভিমানী চোখ;
মায়ামাখা মুখ I
ক্যানভাসেরা আজ,
হাল্কা বেরঙিন,
বসন্তে এ কেমন!
মনকেমনের দিন I 💗
-
শিখিয়েছে যারা জীবনের লড়াইয়ে সাফল্যের সূত্র;
সোপান গড়ার কারিগর তারা,আজীবন আমাদের ব্রহ্মাস্ত্র।-
মনের কোণে জমেছে অনেক পলিউশন ।
তাই তো ভুলতে বসেছিলাম,
আজ যে বাইশে শ্রাবণ ।-
জীবনে everything is conditional,
Unconditional বলে কিছু হয় না I-