আত্রেয়ী আঢ্য  
194 Followers · 17 Following

Joined 31 March 2018


Joined 31 March 2018

নীল আকাশে ভেসে যায় ওই টুকরো মেঘের সারি ,
মনে পড়ে যায় , এই তো সময় , শরৎ দিয়েছে পাড়ি ,
বাতাসে আজ আগমনী সুর ,
শেফালীর কোল হল ভরপুর ,
ভুলে যেতে চায় বিহঙ্গ মন , আতঙ্ক মহামারীর ।

-



তোমার আকাশ চোখে চাই , তুমি যতই করো মানা ,
তোমার সাগর বুকে ধাই , তার তল কোথা নেই জানা ।

তোমার নিবিড় কালো কেশ , মেশে চৈত্র শেষের মেঘে ,
তোমার স্নিগ্ধ রূপের রেশ , মাখি সমস্ত রাত জেগে ।

তোমার উছলে পড়া হাসি , যেন পূর্ণিমার ওই চাঁদ ,
মাতাল সুরে বাজায় বাঁশি , মনে প্রেমের মৌতাত ।

তোমার ভীষণ খুশির মেলায় , ওই দু চোখ জোড়া আলো ,
আমার মনকেমনের বেলায় , মোছে মনের যত কালো ।

তোমার যেথায় শুরু বলা , হয় সেথায় আমার শেষ ,
তোমার সহজ সরল চলা , তুমি আলগোছেতেই বেশ ।

কেবল স্বপ্নে তোমায় পাওয়া , কেমন সহজে দাও ফাঁকি !
জানি মিছেই তোমায় চাওয়া , তবু বুকের মাঝেই রাখি ।

-



সত্য যতই লুটাক ভুঁয়ে উচ্চ তবু শির ,
মিথ্যাচারের প্রাচীর ফেটে হবেই চৌচির ।

অস্ত্র শানাও অসুরগুলো বোধ হবে এইবার ,
এক কোপে কাজ না হলে কোপ পড়বে হাজারবার ।
---------------------

-




চোখ ফেরানো সহজ ছিল সেদিন ,
আজকে কেমন এড়িয়ে যেতে বাধে ,
অতীতগুলো হঠাৎ উঁকি দিলে ,
বিষন্ন মন একলা ঘরে কাঁদে ।

এক সমুদ্র অভিমানের সাথে ,
দোসর ছিল সহস্রাধিক জ্বালা ,
আমি এখন মলম লাগাই সুখের ,
তোমার এখন লুকিয়ে দেখার পালা ।

ঠিক যেদিকে তোমার চলার পথ ,
সে পথ জেনো তোমার একার নয় ,
করলে শুরু দাম্ভিক পথ চলা ,
এমন করেই হিসেব দিতে হয় ।

হাতে হাত রেখে একসাথে পথ চলা ,
ভরসা জোগায় , এক পৃথিবী সুখ ,
ভিড়ের মাঝে হাতটা ছেড়ে দিলে ,
আমিও পারি ফিরিয়ে নিতে মুখ ।

-



নিশ্চুপ ভালোলাগা গভীরেই থাক ,
ক্ষতি কি ?
আজীবন বুকে রয়ে যাক ।

-




কাছে নেই তুমি ,
তবুও যেন তোমাকেই নিয়ে বাঁচি ।
প্রতিদিন তুমি ছুঁয়েছ যে বাতাস ,
সে বাতাস ছুঁয়ে আছি ।

যে আকাশে রবি উদয় - অস্ত ,
যে আকাশ দেখো রোজ ,
কল্পনা চোখ করে সে আকাশে ,
নিত্য তোমারই খোঁজ ।

যেই মেঘ হতে বারিধারা ঝ'রে ,
সিক্ত হয়েছ তুমি ,
সেই মেঘ হতে খসে পড়া ,
প্রতি জলবিন্দুকে চুমি ।

যেই ফাল্গুনে রঙের পশরা ,
সাজিয়েছ মনে মনে ,
সেই ফাল্গুনে আমিও পুড়েছি ,
আগুন পলাশ বনে ।

যে পাখির গানে নয়ন মেলেছ ,
যে আলোতে করেছ স্তব ,
সেই আলো মেখে আমিও জেগেছি ,
শুনেছি , সে পাখির কলরব ।

যে পথে হেঁটেছ ,হেঁটেছি ,
রেখে শারীরিক ব্যবধান ,
মননে মিলেছি ,
কেবলই জানে তা , সর্বশক্তিমান ।
------------------------

-





তোমাকে ভালবাসতে গিয়ে নিজেকে হারিয়েছি রোজ ।

কবে থেকে শুরু , মনে পড়েনা ঠিক । হয়তো কোনো এক স্বর্ণালী ভোরে সদ্য ফোঁটা লাল গোলাপের রঙ অথবা কোনো এক বৃষ্টি ভেজা দিনের শেষে ওঠা রামধনু রঙ চুরি করে তোমার মনে নিপুণ তুলির টানে আঁকতে চেয়েছি নিজেকে ।
তোমার সাফল্যের উড়ানে সওয়ার হতে হতে উড়িয়ে দিয়েছি মনের গভীরে যত্নে লালন করা স্বপ্নগুলোকে ।
তোমার হাজারটা বায়না আর ইচ্ছের মূল্য দিতে গিয়ে নিজেকে মূল্যহীন করেছি রোজ । ছোটো হতে হতে বিন্দুতে ঠেকেছে আমার আমিত্ব ।
তোমার মনের ক্যানভাসে জলরঙে আঁকা ' আমিকে ' একটু একটু করে ধুয়ে যেতে দেখেছি প্রতিদিন ।

তবু প্রতিটি দিনের শেষে একরাশ অনুযোগের বোঝা বয়ে রাত্রি যাপন করেছি অক্লেশে ।
রাশি রাশি অভিমান , যন্ত্রণা আর দুঃখ ভাসিয়েছি সময়ের স্রোতে ।

তোমাকে ভালবাসতে গিয়ে নিজেকে হারিয়েছি রোজ ।

-



আকাশ , যদি বৃষ্টি নিয়ে এলে ,
এক আঁজলা রোদও সাথে এনো ,
শ্রাবণ ধারায় অশ্রু মেশার পরে ,
হৃদয় উঠোন শুকিয়ে নেব জেনো ।

ক্লান্ত হয়ে বৃষ্টি নিল ছুটি ,
তোমার মুখে রোদ ঝলমল হাসি ,
আমার মনের কান্না ভেজা গোলাপ ,
দিন ফুরানোর আগেই হল বাসি ।

এবার তোমার মনখারাপের পালা ,
শহর জুড়ে সিক্ত হল স্থল ,
বৃষ্টি ফোঁটা ভেজায় না আর মন ,
যেমনটা ঠিক পদ্ম পাতায় জল ।

প্রখর তাপে পুড়িয়ে দিলে মন ,
সঙ্গে এনে মধ্যাহ্নের রবি ,
আমি দেখি শুকনো বালুচর ,
তোমার চোখে বিষন্নতার ছবি ।

-



থেমেছে প্রলয় সরে যাবে কালো মেঘ ,
হয়তো সূর্যও উঠবে কিছু পরে ,
ধ্বংসলীলায় যাঁদের গিয়েছে সব ,
ফিরবে কি তাঁরা তাঁদের চেনা ঘরে ?

অট্টালিকা দেখবে নতুন ভোর ,
আগের মতই জীবন , সহজ সিধে ,
ঠিক তখুনি কোথাও শুরু হবে ,
নতুন লড়াই বাঁচার তাগিদে ।

-



এক ঝড়েতে উড়ল যত ময়লা ধুলো
এক ঝড়েতেই বৃক্ষরাজি রাস্তা ছুঁল
এক বৃষ্টি তপ্ত দেহে শীতল ছোঁয়া
পথের ধারের দিন রাত্রি কান্না ধোয়া ।

এক ঝড়েতে মাঝ নদীতে উথাল পাতাল
নৌকাডুবি হচ্ছে মাঝি সামাল সামাল
এক বৃষ্টি নদীর একূল ওকূল ভাসায়
জীবন মরণ খেলছে গুটি একই পাশায় ।

এক ঝড়েতে পাখির ছানা বাস্তুহারা
এক ঝড়েতেই ভবঘুরে নিদ্রাহারা
এক বৃষ্টি কান্না লুকায় অনেকখানি
হয়তো খানিক মুছিয়ে দেয় মনের গ্লানি

এক ঝড়েরই দেমাক দারুণ এ বুক কাঁপায়
একটা ঝড়ে গুমোট বিকেল সুখের নেশায়
এক বৃষ্টি শান্তি আনে ক্লান্তি ভোলায়
অথৈ জলে জীবন তখন দোদুল দোলায় ।

-


Fetching আত্রেয়ী আঢ্য Quotes