আশুতোষ  
504 Followers · 31 Following

read more
Joined 21 December 2019


read more
Joined 21 December 2019
13 FEB 2022 AT 9:12

তবুও প্রেমের অমল জলে আমি এখনও বিশ্বাসী
পবিত্র তো হতেই হবে প্রতিজ্ঞাতে ভালোবাসি।
যতই কলুষ হও না কেন, এক রবে না চিরদিন
দিনের শেষে ফিরতে হবে, থাকবে কী আর গৃহহীন ?
এই পৃথিবী জঘন্য খুব অপ্রেমঠাসা প্রতিমনে!
প্রিয় তোমায় শুদ্ধা করি একটি স্নেহ চুম্বনে।— % &

-


9 FEB 2022 AT 19:43

জীবনে প্রেমকে যেমন আসন দেওয়ার সাধনা করতে হবে তেমনি অপ্রেমকে ঠেকিয়েও রাখা শিখতে হবে।
--- Feb 07,2022— % &

-


18 JAN 2022 AT 14:08

নিঃস্ব মানুষটি হঠাৎ করেই উধাও হলো কোথায়
কুড়েঘরটিও নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল কবে...
উঠোনে একটি উনুন ছিল তার,
যা কিছু পেত, ওখানেই বানিয়ে নিত তার জীবনের রসদ।





লিলি-জঙ্গলে অগম্য হয়ে উঠছে, ওদিকে আর কেউ যায় না ‌।
আজও মাটির বুকে ওই উনুনের মাটিপোড়া কালো ছাপ দেখলে
মনে পড়ে, এইখানে কেউ একদিন পরম মমতায় আগুন
জ্বালিয়েছিল‌।

বুকটা হাহাকার করে পুরোনো উত্তাপ ফিরে পেতে চায় !

-


14 JAN 2022 AT 9:54

Jan 06, 2022

-


13 JAN 2022 AT 19:54

বুকের ওপর পাষাণ রেখে চিনে নিতে হবে
কোনটি সত্য প্রেম , কোনটি মোহ , কোনটি ফাঁকি...

-


6 JAN 2022 AT 17:50

এত জন্ম,এত শক্তি, এত সত্তা পেয়ে ধন্য।
তুমি কি জানো, মরে গিয়েও বেঁচে উঠছি কার জন্য?

অন্ধকারে মৃত নক্ষত্র সুপারনোভা কার অভাবে?
অ্যানড্রোমিডা, ধেয়ে আসলে অনিবার্য প্রেম-প্রভাবে।

কেন অমন হঠাৎ করে শূণ্য হয়ে শূন্য করো?
মহাবিশ্ব নিঃস্ব করে সবসৃষ্টি চূর্ণ করো?

বারংবার আসা-যাওয়া তাই তো এত মরণ-বাঁচা!
তুমি কি জানো মহাশূন্য লুকিয়ে রাখা বুকের খাঁচায়?

Dec 18 , 2020

-


26 DEC 2021 AT 2:13

পৃথিবীতে প্রেম কোথায়।

এখনও স্ট্যাটাস ঘুরে আপডেটেড অন্ধকারের ছায়াপথ ধরে ক্লান্ত অ্যাস্ট্রোনট
পৃথিবীর স্থায়ী ঘর খুঁজে পায়না যে !

(ক্যাপশনে ✍️)

-


24 DEC 2021 AT 22:07

ওগো প্রিয়, ওগো প্রেমানন্দময়
কেন ক্ষণিকেই এ মন এমন হয়?
কিছুতেই কিছুতে আর লাগে না কো মন
ম্লান মনে হয় সব বেকার ভূবন!
পুরোনো মলিন প্যাস্টেল পট
তরুতল ,আঁদাবন ,কচি ধান , বর্ষার বট
ভেবেই পাই না কিসে ;
কলমির জলে মিশে
থাকে এত গন্ধ
এই বাংলায় কী খুঁজে পায় জীবনানন্দ !

মেঘের নিঠুরতা কেটে যদি রোদ আসে
মনে হয় যেন জোর করে হাসে
আমি তার থেকে অনেক স্পর্শহীন
রোদ্দুর হয় গো মলিন।

যে পাখিটি বসে আছে মাছের মৃত্যু খাবে বলে
তাঁক ধরে থেকে বিলের ঘোলাটে জলে
তার পালকের দেহে জীবনের কোনো বেগ কোনো গতি
আমার দৃষ্টির পায়নিকো মতি।

বিষাদের কোনো এক জীব হৃদয়ের ঘরে
মনমরা হয়ে তার দেহ আছে পড়ে।

15 June 2021

-


10 NOV 2021 AT 20:17

একা অন্ধকার


-


22 OCT 2021 AT 18:23

একঝাঁকা ডাব হাতে
কে কবে চলেছে মৃত্যুর দিকে কবি ?
ধূসর রোদ কি জমেছিল ভাবনাতে?
সূর্যতামসী মেঘে দেহ ছিল কি স্থবীর?

(ক্যাপশনে ✍️)

-


Fetching আশুতোষ Quotes