আরাফ  
25 Followers · 10 Following

An insane one
Joined 7 April 2017


An insane one
Joined 7 April 2017
7 MAY AT 14:32

এখও সে স্বপ্ন দেখে
গল্প বলে অনর্গল
এখনও সে আকাশ দেখে
মেঘের ভেলায় ভেসে চলে
বলে গেলো বাতাস এসে
আজও নাকি গোপনে সে
আমায় ভীষণ ভালোবাসে




-


6 MAY AT 14:48

বয়ে এনেছে দুরন্ত মেঘ
অমাবস্যার আঁধার।
সাহস হারালে, পাড় চিনেও কি-
যায় কাটা সাঁতার?


-


4 MAR AT 23:26

ইচ্ছে তোমার-
আমাদের হয়ে গেলো প্রেম
তোমার ইচ্ছাতেই ভাঙন
তোমার ইচ্ছাতেই ধরলো বুকে
হৃদয় হিম কাঁপন
তোমার ইচ্ছা বলেই
আজকে আমার একলা জীবন যাপন।।


-


2 FEB AT 23:55

তুমি ছাড়া প্রতিটি রাত প্রচণ্ড নিষ্প্রাণ
তুমি ছাড়া রৌদ্রজ্বল দিনও নিরুত্তাপ
তুমি ছাড়া বর্ণহীন প্রতিটি বিকেল
তুমি ছাড়া জোৎস্না যেনো অমাবস্যার গাঢ় অন্ধকার
তুমি ছাড়া সবকিছু খুব উদাস-অসহায়

তুমি ছাড়া হৃদয় কূলে পা রাখেনি কেউ
তুমি ছাড়া জীবন যেন ছন্নছাড়া ঢেউ।

-


30 JAN AT 23:16

ভাষাহীন প্রতিবাদ আর দুটো ছবি
সাথে নিয়ে হেঁটে যায় পথভোলা কবি।




-


30 JAN AT 14:43

তুমি ছুঁয়ে দিলে অপ্রতিরোধ্য প্রেমিক হবো,
যাবতীয় রাজনৈতিক নিষেধাজ্ঞা অমান্য করে ছুঁটে যাবো তোমার কাছে।
যে সমাজে প্রেম নিগৃহীত, আমি সেই সমাজের নই ।
এখন থেকে তুমিই আমার সমাজ, আমার সভ্যতা, আমার পৃথিবী।

-


30 JAN AT 14:37

আমি সমাজতন্ত্র হবো
গণতন্ত্র অথবা রাজতন্ত্র সহ
যা-কিছু আছে হবো
প্রবাল প্রাচীর হবো
রুখে দেবো বেদনার চোরা স্রোত
আমি অশান্ত ঝড় হবো
চুরমার করে দেবো সভ্যতা
তবুও কারও প্রেমিক হবো না ।।

-


27 JAN AT 0:43

নক্ষত্র এসেছে সন্ধ্যায়,চলে গেছে ভোরে
দেখছি বসে আকাশেতে সূর্য কী করে

-


26 JAN AT 23:24

তোমারেই বাসিবো ভালো
রাত্রি কিংবা দিন
এ কেবলই প্রেম নয়
হৃদয়ের ঋণ ।

-


26 JAN AT 23:20

এ যেন পৃথিবী নয়
নিষ্প্রাণ জেল
শির উঁচু করে দেখি
বিধাতার খেল্ ।।

-


Fetching আরাফ Quotes