আমি ও আমার কবিতা   (ঝিলিক)
75 Followers · 37 Following

সাধারন আমি এক কন্যা,
স্বপ্নরাজ্যের হারিয়ে যাওয়া রাজকন্যা।।
Joined 23 March 2018


সাধারন আমি এক কন্যা,
স্বপ্নরাজ্যের হারিয়ে যাওয়া রাজকন্যা।।
Joined 23 March 2018

জ্বলছি আমি আপন মনে
তাই বেঁধোনা আমায় মায়ার ডোরে,
আগুন শুধু জ্বলতে পারে,
পায় না কাউকে সে আপন করে,

-



আকাশ ভেদী বিদ্যুৎকন্যা আমি
মানুষ তো কোন ছার আকাশকেও ভেদ করতে জানি।।

-



ভালোবাসা দিয়ে বাঁধতে পারেনি বলিউড তোমায়,তবে দর্শকদের ভালোবাসায় তুমি বেঁচে থাকবে আমাদের প্রিয় নায়ক হয়ে। তোমার হাঁসি আমাদের অনুপ্রেরণা।






ভালো থেকো তুমি।।

সুশান্ত........

-



Love

-



না বলতে পারা কথা গুলো খুব বলতে ইচ্ছা করছে।
বড্ড ভালোবাসি রে তোকে .....
ভালো থাকিস, আজ আছি কাল হয়তো থাকবো না। কিন্তু ওই স্মৃতি গুলোকে আমি খুব যত্ন করে রেখে দেবো সারা জীবন । ওই স্মৃতি গুলোর মধ্যে দিয়ে আমাদের ভালবাসাটা বেঁচে থাকবে আজীবন।।





-



মৃত্যু কে আমি ভয় করি না যতটা "মা" কে হারানো এর ভয় করি।
ভালো থাকো মা,

-



রবিন্দ্রনাথ

২৫শে বৈশাখে তোমায় শত কোটি প্রণাম।
হে কবি ভালো থাকো ,
বাঙালীর মনে প্রানে শুধু তুমিই থেকো।


-



শিল্পী এর শিল্পত্ব যেমন অমর তুমিও থাকবে অমর হয়েই , পারলৌকিক অপার শান্তির অসীমে উজ্জ্বলতম নক্ষত্রটি হয়ে।।

-



মুক্ত মানুষও বন্দী হতে চায় ভালোবাসার খাঁচায়
আবার কিছু জন ভালোবাসার খাঁচা ভেঙেও বেরোতে চায় বন্য মায়ায়,


-



অন্যের কাছে নষ্ট পরিত্যক্ত জিনিসও যদি গ্রহন করায় তোমার নিজের জীবনের উৎকর্ষ বাড়ে তবে জানবে সে জিনিস সবার কাছে নষ্ট হলেও তোমার জন্যে তাহাই ছিল শ্রেষ্ঠ ।।

-


Fetching আমি ও আমার কবিতা Quotes