✿❀আমি অর্পিতা❀✿   (বেখেয়ালী উড়োচিঠি)
212 Followers · 449 Following

read more
Joined 11 July 2017


read more
Joined 11 July 2017

लेकिन एह अधुरे से ख्वावे
पुरा ना होने कि खातिर,
जीन्देगि विखरके रख देते हे़...🙃🙃

-



*Love & Silence*

Love, complex in its own existence.
So much emotions, so much flaws,
So much undefined sayings, that is all trapped in a little word.
All are silent in their own way, yet significant.

Sometimes it makes you happy, sometime it put you in immense sadness.
Sometimes it makes you loud,
And sometimes its quite silent.
Just like the silence in the deep ocean that you can feel.
All these feelings, emotions - makes love vulnerable.
It will brake you, make you glee, again torn you apart.
Love is all about going through this, facing them and fighting with them.
Yes love is that much complex.

Silence,
The word full of emotions, full of tears.
That is something we crave for -
When ever we're hurt, whenever we feel vulnerable,
When ever there seems nothing alright.
When ever our heart is unable to express anything anymore, at a loss of word,
Whenever we feel contained than ever before..
Every time silence is the only thing we always ask for.
Silence is what we do seek for.

It's good to keep the silence on..
Even my love for you is that much silent in tone.
Silence is the only thing that will remain with me even after I am gone.
Yes, my love is about the silence all alone.

-



অপেক্ষার অবসান শেষ পর্যন্ত -
সকলকে জানিয়ে দেওয়া যে
আর দেরি নেই, মা আসছেন।

আজও মহালয়ার ভোর মানেই
রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মাতৃবন্দনা।
ধানক্ষেতে এক আমেঘ স্বপ্নের মত
কাশফুলের মাতোয়ারা হয়ে দোল খাওয়া।
সারা গাছতলা জুড়ে শিউলিফুলের রাশি,
গঙ্গা ঘাটে লোকারণ্য, চারিদিকে তর্পণের রেশ।
আকাশে, বাতাসে তোমারই আগমনীর সুর।

আজও মহালয়ার মানে বাঙালীর কাছে একই আছে,
শুধু পাল্টে গেছে সমকালীন পরিস্থিতি।
একের পর এক দুর্যোগ এসে তোলপাড় করেছে আমাদেরকে।
এ বছর শরৎ আসেনি তার যাবতীয় চিরকালীন নীলিমা নিয়ে।
এবছর সাইক্লোন এসে কেড়ে নিয়েছে লাখো মানুষের মাথার ছাদটুকুও;
মৃত্যুশোক ভুলতে না ভুলতেই আরও একটা ধাক্কা -
অতিমারি এসে আরো নিষ্ঠুর ভাবে প্রিয়জনদের কেড়ে নিয়েছে...একের পর এক....

তবুও আজ মহালয়ার ভোর মানেই,
সব দুঃখ,গ্লানি,আঘাত,রোগ,শোক ভূলে গিয়ে,
হে আদিশক্তি মহামায়া, তোমাকে বরণ করে নেওয়া।

রেডিওতে বেজে ওঠে স্তোত্র -
"রূপংদেহী, জয়ংদেহী, যশোদেহী"
দ্বিজেন মুখোপাধ্যায় আহ্বান করে ওঠেন -
"জাগো মা, জাগো দশপ্রহারণ ধারিণী"

মা, তুমি তো সত্যিই অভয়াশক্তি, বলপ্রদায়িনী...
তোমার বন্দনা করে সব শোক উপেক্ষা করতে পারি আমরা।
তবু তুমি এসো মা....
ঘরের মেয়ে সকল রোগকে বিনাশ করে,
সকলের মনকে আনন্দ আর বরাভয় দিয়ে,
তোমার আলোর বেনু বাজিয়ে এবার ঘরে ফিরে এসো...

-



༺✿ইতি✿༻

জীবনটা বড়ই অদ্ভুত
কখনও আলো, কখনও আঁধার
কখনও সে হাসিতে ভরিয়ে দেয়।
কখনও সে দুঃখের দুর্ভেদ্য পাহাড়।
জীবনটা এত কালো আঁধারে ছেয়ে গেছে,যেখানে আলো আসতেও ভয় পায়।

এই সুখ দুঃখের হিসেবের অঙ্ক টাতেও
বড্ড একপেশে গরমিল শুধু।
কখনও ন্যায্য হিসেব টাই হয় না, সবসময় পাহাড় প্রমাণ তফাত।
সুখ যেন দুঃখের রক্তচক্ষুর ভয়ে,কোনো অজানা কোথাও লুকিয়ে থাকে...
দুঃখ টাও তার পথের মাঝে যে আসে তাকে ছুড়ে ফেলে দেয়।
কোনো কিছু মানে না, ভারী অবাধ্য।
একটাই তার পণ, আধিপত্য করা;
জীবনটার সব আনন্দকে নিংড়ে নিয়ে খালি যন্ত্রণা ,কষ্ট আর চোখের জলে ভরিয়ে দেওয়া।
মানুষগুলো আজ হাসতেই ভূলে গেছে,
কষ্ট আর যন্ত্রণার ভারে কুঁজো হয়ে গেছে
ভারগুলো যেন আর নিতেই পারে না,
শুধু মানসিক অবসাদের মধ্যে ডুবিয়ে রাখে নিজেকে......হারিয়ে যায়....

আজ শুধু চোখের জলগুলোর হাহাকার শোনা যায় -
আর্ত চিৎকার করে ওঠে শুধু;
বুকফাটা কষ্টে জীবন তিলে তিলে শেষ হয়ে যায়,
ঢলতে থাকে ধীরে ধীরে মৃত্যু ঘুমে।
আর যখন কষ্টগুলো প্রকাশ পায় না -
তখন ভিতরে ভিতরে জমতে থাকে, গুমরাতে থাকে,
সবকিছু ভিতরে ভিতরে ভেঙেচুরে শেষ করে দিতে থাকে।
শেষ পর্যন্ত যখন বাঁধ ভেঙে যায়,
ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরির মত জেগে ওঠে,
তখন সবকিছু যেন তছনছ করে দেয়,
আর তেমনি নিজেকেও নিঃশেষ করে দিয়ে যায়।

সবটুকু....উজাড় করে....সবটা দিয়ে....
সব গল্পের ইতি টেনে দিয়ে যায়......

-



You're the light of my eyes.......

You're the sound of my heart beats....

You're the voice of my brain....

You're the sense of my skins....

You're the every thing in my life....

Be my hubby,,forever,,, I'll be your wife.....

-



Sometimes ......

It doesn't matter in love if you're the first or not ....

The only thing that matter only is if you're the last one or not!!!!!

So try to be the last not the first....

Love is not a race dude......it's actually like a chess...
The last one who stands there,,,,wins....❤❤

-



# তৃতীয় পর্বের পর :

মিষ্টি সেদিন কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে এসেছিল...
ওর কষ্টটা এর জন্য হচ্ছিল না যে শান ওকে ভালোবাসতে পারছে না,,,,বরং শান ওর কাছ থেকে সৌমিলির কথাটা লুকিয়ে গেছে এটা ওকে ভেতরে ভেতরে আরও বেশি করে ভেঙে দিচ্ছিল...
আচ্ছা,,,এতদিনের বন্ধুত্বের ও কোনো দাম নেই শান এর কাছে??....মিষ্টির চোখের দিকে তাকিয়েও কি বুঝতে পারে না শান???
কষ্ট হয়ে মিষ্টির...খুব কষ্ট হয় ওর....
বারবার শুধু মনে হয়ে শান এর কাছে গিয়ে,,শান কে শক্ত করে জড়িয়ে ধরে,,চিৎকার করে বলতে যে ও শান কে ঠিক কতটা ভালোবাসে....
নিজেকে বোঝানোর হাজার চেষ্টা করে মিষ্টি,,,,কিন্তু মন যে বড় অবুঝ....
মিষ্টির সমস্ত পৃথিবী টা শুধু শান কে ঘিরেই আবর্তিত হতে থাকে.....
মিষ্টির মাঝে মাঝে মনে হয় শান কে একটাবার খোঁজ নিয়ে দেখতে....
খুব ইচ্ছে করে মিষ্টির শান এর গলার স্বর একবার অন্ততপক্ষে শুনতে....
কিন্তু নাহ মনকে শক্ত করে মিষ্টি...
শান যতদিন না খোঁজ নেবে ওর মিষ্টি ও ততদিন ধরা দেবে না...
মিষ্টির মন তবুও বলে ওঠে মাঝে মাঝে....
শান একদিন ঠিক বুঝবে মিষ্টির মনের কথা....
একদিন ঠিক ফিরে আসবে শান মিষ্টির কাছে.....
ফিরতে হবেই ভালোবাসার টানে......

-



#দ্বিতীয়_পর্বের_পর

নাহ শান এর আজকাল বড্ড ফাকা ফাকা লাগে সবকিছু.. এরকম টা তো হওয়ার কথা ছিল না...
মিষ্টি তো ওর জীবনে একটা আচমকা কালবৈশাখীর মত এসেছিল...তবে কেন এখন সেই আচমকা ঝড় টাকে এত মনে পড়ছে ওর??? কেন???.....

শান কোনোদিনই মিষ্টি কে বলতে পারেনি কেন ও মিষ্টি কে ওর মনে জায়গা দিতে পারে নি...কারন টা আর কেউ না,,,,সৌমিলি....

সৌমিলি কে শান পুরো ৩ টে বছর মন দিয়ে ভালোবেসেছে...আর আজও ভালোবাসে...
ওর চলে যাওয়াটা অনেক অনেক ভেঙে দিয়েছে ওকে ভেতর দিয়ে....

তবে এত কিছু হওয়া সত্ত্বেও মিষ্টির না থাকাটা শান কে এত ভাবাচ্ছে কেন??? উত্তর খুঁজে পাচ্ছে না শান.....কেন মিষ্টি কে এতটা miss করছে শান??? কেন???.....

-



ওই শোন.....



তোকে ধরে রাখার চেষ্টা টা নিজের প্রয়োজনের তাগিদ মেটানো নয়......

তোকে আকড়ে রাখা টা নিজের বেঁচে থাকার কারণ.....

তোকে হারিয়ে ফেলা টা নিজের জীবন টা শেষ করার সমান......


কিন্তু তুই সেটা বুঝবি না....

-



Heart : Does it hurt when people you love,, you care for,, leaves you alone??
Me: No,,it doesn't even bother me now..
Heart : ok then,does it hurt when your closed ones neglect you or avoids you??
Me : No, I'm used to it...So it doesn't hurt me anymore..
Heart : Really!!! Then doesn't it hurt you when your loved ones misunderstand you,,don't even give the importance that you deserve??
Me : Do I think that I even care about that?? No,, it definitely not make any effects on me nowadays..
Heart : What!? Are you even serious??!!
Me : You know what I'm used to all of those vibes that you just asked me..I get them everyday from everyone I love or care for.. It doesn't make me sad anymore..I'm just getting immune to all of these shits,,day by day...It really doesn't hurt me any longer..I don't feel anything,,nothing just nothing...my emotions are just gone for them...just totally gone...

Heart : (after a little bit of pause)
Are you even alive?!? You've became a stone you know that?!? No emotions at all..
Me : (smilling) I know that I've made myself a stone...because nothing can harm a stone...none...🙃😌💔

-


Fetching ✿❀আমি অর্পিতা❀✿ Quotes