সাদা-কালোর অন্তরালে লুকিয়ে অভিমান..
হাসির ছলে দিয়ে ফাঁকি পুরনো পিছুটান..
জীবন নদীর দামাল স্রোতে হারিয়ে যেতে যেতে..
শিখেছি আমি সুখের নাম..
একলা থাকার গান।-
কেন আজ দিনশেষে বারবার ভিজে উঠেছে চোখের কোল..?
কেন আজ মনে হচ্ছে আমি বড্ড একা?
কেন মনে হচ্ছে কত্তোদিন মন খুলে হাসিনি আমি?
কেন মনে হচ্ছে আমার চাওয়া গুলো বড্ড ভুল?
কেন মনে হচ্ছে আমি বড়ই মূল্যহীন..?
যে কেন'র উত্তর হয় না সেই কেন গুলো এতো কষ্ট দিচ্ছে কেন???
-
রোজ রাতে একটা স্বপ্নের কালের
আশায় শুই।
না স্বপ্ন আসে আর না সেই কাল...
রোজ একটা চেনা তুমিকে কাছে পাবার
আশাই থাকি।
কিন্তু রোজই অচেনা তুমি..আর একা আমি।
এটাই নিয়তি...শেষ হবে চিতায়।-
শহর জুড়ে কেবল তুমি
মনের গহিনে অধিবাস।
তোমার মনের বন্ধ জানালায়
বৃথাই আমার করাঘাত।
ভালোবাসা বড়ো অসহায় আবেগ..
বধির.…দৃষ্টিহীন।
পরতে পরতে অপেক্ষা সাজায়
যতনে আদরে নিশিদিন।
-
তোমার শহরে আমি অনাহুত।
অচেনা আগুন্তক।
আমার শহরের প্রতিটা গলিপথে কেবল
তোমারই ছায়ামুখ।
-
আ-মরণ আতিথ্যর লোভে
আমি..
তোমার বুকে বসত করতে চাই।
মনের দুয়ার ভেজিয়ে রেখে,
আমায় ফিরিয়ে দিও না।
পিছুটানের ফানুস উড়িয়ে
আজ আমি শুধুই আমি...
চালোচুলোহীন খড়কুটো না হয়ে..
আমি...
তোমার বুকে বসত করতে চাই।
-
দুচোখে ভিড় করা স্বপ্নগুলো
হারায় রাতের তারার ভিড়ে।
ছায়াপথে নকশা আঁকে,
লুকানো অভিমান।
কিন্তু চাঁদটা আমার গল্প শোনে,
আমার রূপকথা বুকে বয়ে,
রোজ লেখে কলঙ্কিত হওয়ার অভিধান।-
ভালোবাসায় অমৃতের স্বাদের বিষ মিশে থাকে...
তাই বোধহয় কবি বলেছেন..
"আমি জেনে শুনে বিষ করেছি পান..
প্রাণেরও আশা ছেড়ে সপেছি প্রাণ।"
-
কারো কাছে জীবন মানে কেবল আঁকড়ে রাখা
কারো কাছে জীবন মানে সব হারিয়ে পাওয়া।
কারো কাছে ভালোবাসা শুধুই পরীক্ষা
কারো কাছে ভালোবাসা কেবল প্রতীক্ষা।
কারো কাছে খুশি মানে শুধুই রেষারেষি
কারো কাছে খুশি মানে কেবল এক টুকরো হাসি।
কারো কাছে দুঃখ মানে সব হারানোর ভয়
কারো বুকে দুঃখ কেবল পাথর চাপাই রয়।-