আলতাফ প্রধান সুজন   (স্বর্গ কুহক)
13 Followers · 38 Following

Joined 15 July 2018


Joined 15 July 2018

ঈশ্বরকে বলেছিলাম সেই কবে,
অবিকল আমার ভাবনার দেবীকে তৈরি করবার জন্যে—
যাকে আমি খুঁজেছি আমার কল্পনায়,
আর বাস্তবে জীবন অল্পনায়।

বড্ড দেরিতে হলেও দেখি কথা রেখেছেন তিনি
নিপুণ হাতে যথেষ্ট সময় নিয়ে,
আমার কল্পনার বাস্তব রূপ তিনি দিয়েছেন
সেই দেবীকে পেয়েছি তোমারই দেহা-অবয়বে।

জেনে রেখ-
ঈশ্বর তোমাকে গড়েছেন আমার কল্পনার দেবীর মতো,
আর তাইতো আমি
তোমার ভিতর দিয়েই দেখি আমার সেই ঈশ্বরকে
অপরূপ সৌন্দর্যের স্রষ্টা - এক নিপুণ কারিগর রূপে...

-



চোখেতে মোটা ফ্রেমের চশমা
চোখের সাথে রেশমী চুলের খুনসুটি
আর তোমার মন ভোলানো মায়াবী হাসি,
ভাবছি তুমি শিরোনামে কবিতা লেখবো,
মন ভোলানোর হাসির কবিতা।

তোমার হাতের মাঝে হাত রেখে
ইচ্ছে ছিলো হাটবো অলস দুপুর,
তুমি চেয়ে থাকবে আমার চোখে
মোটা ফ্রেমের চশমার ফাঁকে,
ভাবছি তুমি শিরোনামে কবিতা লেখবো,
মোটা ফ্রেমে আবদ্ধ চোখের কবিতা।

কোন এক ক্লান্ত বিকেলে
তুমি কাঁধে মাথা রেখে আপন চিত্তে
ভালোবাসার কবিতা শোনাবে,
চুলগুলি মিস্টি বাতাসে উড়ে আসবে আমার গালে
ভাবছি তুমি শিরোনামে কবিতা লেখবো,
মিস্টি বাতাসে রেশমি চুলের কবিতা।

-



তোর হাতে নাচছে দেখি
গুপী গাইন বাঘা বাইন
আমার চোখে তখন শুধু
ইজরায়েল আর প্যালেস্টাইন

-



তোমার কাছাকাছি আসলে
কিংবা তোমাকে দেখলে আমি
আক্ষরিক অর্থে অসুস্থ হয়ে পরি।

শ্বাসকষ্টটা যেনো হঠাৎ বেড়ে যায়
হৃদপিণ্ডটা এমন লাফাতে থাকে যেনো
পারে তো বুকের
পাঁজরের হাড় ভেঙ্গে বের হয়ে পরে।
আর চারিদিক
এতো আলোকিত হয়ে যায় যে
তাকাতে কষ্ট হয় রীতিমত।

-


Seems আলতাফ প্রধান সুজন has not written any more Quotes.

Explore More Writers