যত্নে গড়া সাজানো ঘর ভরা সু'স্বজনে-
শুভ্রতার'ই আবেশ রাঙা ভালবাসায় বুনে।
হঠাৎ করে ঝড় তুফানে দমকা হাওয়ার পরে-
পরোতে পরোতে ঘরের খেয়ে নিলো ঘুনে!
টুকরো টুকরো হয়ে গেলো খুনসুটিময় বেলা-
সেই বিরহে জ্বলছে অনল আর্তনাদ কে শোনে?
-
💢 বিজয় মিছিল কর 💢
ওরে ও বিজয় মিছিল কর
ওরে ও জয়ের ধ্বনি তোল
বুক ফুলিয়ে স্লোগানে
স্বাধীন বাংলা বল ।।
রক্তচোষা জানোয়ারে
ভরে ছিল চারদিকে
দেশবাসী সব অবিচারে
মরছিলো ধুকেধুকে ।।
মুক্তিকামীর হুংকারাতে
পালিয়েছে হায়েনার দল
⬇️
ওরে ও বিজয় মিছিল কর
ওরে ও জয়ের ধ্বনি তোল
বুক ফুলিয়ে স্লোগানে
স্বাধীন বাংলা বল।।
আজ আবার বুক ফুলিয়ে
কথা বল বীরের বেশে
স্বাধীনতার নতুন সূর্য্য
হাসে দেখ বাংলাদেশে।।
অধিকারের এই জাগরণ
শপথনে রাখবিরে সচল
⬇️
ওরে ও বিজয় মিছিল কর
ওরে ও জয়ের ধ্বনি তোল
বুক ফুলিয়ে স্লোগানে
স্বাধীন বাংলা বল।।
✍️আল জাবের-
💢 বিজয় মিছিল কর 💢
ওরে ও বিজয় মিছিল কর
ওরে ও জয়ের ধ্বনি তোল
বুক ফুলিয়ে স্লোগানে আজ
স্বাধীন বাংলা বল ।।
রক্তচোষা জানোয়ারে
ভরে ছিল চারদিকে
দেশবাসী সব অবিচারে
মরছিলো ধুকেধুকে ।।
মুক্তিকামীর হুংকারাতে
পালিয়েছে হায়েনার দল
⬇️
ওরে ও বিজয় মিছিল কর
ওরে ও জয়ের ধ্বনি তোল
বুক ফুলিয়ে স্লোগানে
স্বাধীন বাংলা বল।।
✍️আল জাবের
আজ আবার বুক ফুলিয়ে
কথা বল বীরের বেশে
স্বাধীনতার নতুন সূর্য্য
হাসে দেখ বাংলাদেশে।।
অধিকারের এই জাগরণ
শপথনে রাখবিরে সচল
⬇️
ওরে ও বিজয় মিছিল কর
ওরে ও জয়ের ধ্বনি তোল
বুক ফুলিয়ে স্লোগানে
স্বাধীন বাংলা বল।।-
রক্তের কালিতে,অলিতে গলিতে -লাল লাল লাল,
প্রতিবাদ মিছিলে,পরোতে পরোতে ছুটছে গুলি
দমাতে পারবেনা সত্যের জাগরণ,আসবে সকাল!
-
এইতো বইছে দমকা হাওয়া,
চলছে ভিষণ ঝড়।
নতুন সূর্য্য উঠবে হেসে,
মেঘলা দিনের পর।
-
কোন চোখ মমতার কোন চোখ ছলনার
সময়ের ব্যবধানে বুঝে গেছি সব কিছু
এই শ্রম এই ত্যাগ বৃথা কত দিবো আর
উপরে যায়না তোলা যার স্বভাব নিচু!
✍️আল-জাবের-
প্রজাপতির ডানার মতো নরম যারই মন
ব্যাথা তারে দিওনাকো করিও যতন
যার নয়নে সরলতা মায়া আকাশ ন্যায়
এমন কারো সঙ্গ পেলে ভাবিও রতন ❤️
✍️আল জাবের-
উড়ে আসা পাখি এসে জাল বুনে বিবাদের
ম্লান হয়ে যায় ভালবাসা মায়া সব হৃদয়ের
কঠোরতা বেড়ে চলে নানাবিধ ছলনায়
রক্তের টানে পোড়ে তবু আড়ালে বেদনায়
দেখেনা কখনো কেহ বুকে চাপা বিলাপের😥
✍️আল জাবের-
ছায়া হয়ে থাক তুই মায়া হয়ে থাক
আদরের চাদরেতে রাখ ঢেকে রাখ
খুনসুটি কর তুই রাগ কিছু কর
বায়নার সরু সুতো ধর'নারে ধর
ভেঙে যাবে নিমিষেই সব অভিমান
ভালবাসা ছুঁয়ে দিলে আকাশ সমান
✍️আল-জাবের-
মানুষ অন্তর দিয়ে কিছু চাইলে তা পায়।যদি না পায়, তাহলে বুঝে নিতে হবে সে তার যোগ্য না!!অথবা যা চায় সেটা তার উপযুক্ত না।
-