আমার শহর জুড়ে শুধু ক্লান্তিদের আনাগোনা।
-
I don't have any hope for the hopes,
I'm just living the moments which I'm living.-
"I have full cause of weeping; but this heart Shall break into a hundred thousand flaws, Or ere I'll weep. O Fool, I shall go mad!"
-King Lear,
-
যুগ যুগ ধরে শতশত মনীষীদের আগমন ঘটেছে এই ধরণীর বুকে তাঁরা তাঁদের জ্ঞানের আলো দিয়ে আলোকিত করেছেন এই মানবকূল কে। কিন্তু তাঁরা কেউই পরিপূর্ণ ছিলেন না, কেউ আধ্যাত্মিক পূর্ণতা পেলেও, বাস্তব জীবনে পূর্ণতা পাননি। আবার কেউ সফল যোদ্ধা হইয়েও পারেননি চরিত্রের নম্রতা দিয়ে আপন শত্রুদের কে জয় করতে, কেউ বা আবার বিশাল জ্ঞানের অধিকারী হয়েও আঁধার হৃদয় গুলির মণি কোঠরে আলো জ্বালতে পারেননি। কিন্তু নবী মুহাম্মদ(ﷺ) ছিলেন রাতের আঁধারে হেরা গুহাতে নিজেকে খোদার ধ্যানমগ্ন এক সত্ত্বা আর দিনের আলোতে মজলুম দের হৃদয়ের মণি। তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে অটুট এক ব্যাক্তিত্ব যাঁর যুদ্ধ নীতিতে শত্রুর ক্ষেতের ফসল ও অবাল-বৃদ্ধ-বণিতা নিরাপদ।
-
হে আমার রব,
এই ক্লান্ত হৃদয়কে
প্রতারিত বিদুৎ চমকের আলো আর না দিয়ো
তার চেয়ে বরং গাঢ় কবরস্থ অন্ধকারই দিয়ো।-
হ্যাঁ আমি ক্লান্ত, আমি ব্যাথিত, আমি পরিশ্রান্ত। তারপরেও হে আমার রব! আমি তোমার রহমত হতে নিরাশ হয়নি আর হতে চাইও না। প্রবল ঝড়ের মুখেও আমি আশমানের দিকে তাকিয়ে তোমাকেই তো খুঁজে ফিরি। এই অন্ধকারে আমি আর কোন আলো আশা করি না, কিন্তু এটা আশা করি তুমি আমায় তোমার স্বয়ী রহমত হতে বঞ্চিত করবেনা। আমার তুমি ব্যাতীত আছে টাই কে বলো?
-
Cry and cry and cry,
Cry before your lord,
Just like your first cry.
Cry and cry and cry,
Cry before your lord,
So your tears can clean your wound,
So your tears can wash your heart.
Cry and cry and cry,
Cry before your lord,
Just like your first cry.
-