লেখাটি ক্যাপশনে আছে…↘️
-
গোলাপগুলো বলে,
একগুচ্ছ মিষ্টি প্রেমের ভাষা।
আমার জীবনে তুমিই হলে,
প্রতিদিনের ঊষা…🌹🌅😌
গোলাপ দিবসে নিও আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা…❤️-
যদি থাকবে বলো পাশে
আমি অপেক্ষা করতে রাজি,
পাথর পাথর সময়তে "তুমি"
নামক মানুষটাকে আগলে রাখি।
-
পুলিশ সেনা পুতুল সব,
আঙুল ফুলে কলা গাছ,
নেতার তেজে পুড়ছে শব,
সংবিধানই দেশের বৃক্ষ গাছ॥
🧡🤍💚
শুভ জাতীয় সংবিধান দিবস 🎉-
শেষ সব, নেই কিছু যে
রয়েছে শুধু নতুন শুরুর আভাস,
শ্লেষ বাক্যে জর্জরিত অবহেলিত সে;
তবুও আস্যে লেগে কৃত্রিম সুহাস।-
میں نے کبھی نہیں سوچا تھا کہ آپ اس طرح چھوڑ کر کسی اور کے ساتھ چلے جائیں گے ، میں آپ کے ٹوٹنے پر مرہم لگانے گیا اور اسے توڑ دیا۔-
हम जैसे लड़कों लड़कियों के
सिर्फ फ्रेंड और बेस्ट फ्रेंड हो करें रह जाते हैं,
कभी भी उन लोगों के बॉयफ्रेंड नहीं बन सकते,
लेकिन जाब उन लोगों के ब्रेकअप हो जाता है,
ताव उनके दिमाग में हमारा याद आते हो।
चलो यह सब तो ठीक है,
हम ऐसे ही जी लेते हैं;
उसके बाद जाब हमारा बुरा वक्त गुजरता है,
इस वक्त में हमारा साथ कोई नहीं देता है।
ऐसे ही जिंदगी चले जाते हैं,
प्यार की माया में इंसान मर जाते है॥
-
নদীর স্রোতে চলে যায় হাজারও নুড়ি,
বরং বিরাট পাথর ক্ষয়ছে দেখো
ধীর স্থির আপন মনে, নাই যে হুড়োহুড়ি;
বুঝেছি তো একলা আমি রাখবো নিজেকে দামী।
-
তোমার গায়ে রয়েছে সাধারণ মানবের চর্ম,
তোমার মনে কেনো এতো অন্ধ গর্ব!
নিজের সত্যের আড়ালে লুকাবে নষ্ট বর্ম,
মানবের হৃদয়ে খেলা কিটানুর প্রধান ধর্ম॥
-
স্বাদ:-
আদিম হওয়ার প্রবৃত্তি ধরে,
বসে রয়েছিস একা ঘরে,
অবসাদে বুক ধড়ফড়ে কেঁদে ওঠে মন,
চিন্তার আকাশে দ্যাখ দুঃস্বপ্নের আলাপন।
গদ্যময় পরিস্থিতিতে খেয়েছিস ভ্যাবাচ্যাকা।
দূর থেকে যায় শোনা
কোথায় যাবি রে খোকা, এ যে কেমন স্বাদ?
পূর্বে শুনেছিস কি তোর মনের আহ্লাদ!
ভারাক্রান্ত মনের করবি কি ভাগ?
তোর মতন জীবের এমনই স্বভাব,
বড্ড একগুঁয়ে ছেলেটার হয়েছে ভীষণ রাগ।
পাথুরে হৃদয়ে রয়েছে শুধু বাসিন্দারই অভাব।
বেহাল দশায় ছেড়ে দিবি কি হাল! উঠেপড়ে লাগ
উঠবে সূর্য ঘুচবে কালো,ওদের দিবি যোগ্য জবাব।-