A K Maity   (Stoic orator (A.K))
59 Followers · 65 Following

read more
Joined 31 October 2018


read more
Joined 31 October 2018
2 SEP 2020 AT 10:34

ভালো থাকার ইছেটুকু হৃদয়ে পুঞ্জীভূত,
ভগ্ন হৃদয় আজ নব নব আঘাতে জর্জরিত।।
বিষাদে ছুঁয়েছে বুক আলতো অভিমান,
ধূসর স্মৃতির ভীড়ে কবিতার ইনফিউসন।।

-


27 MAY 2020 AT 20:00

মেঘ ভাঙা বৃষ্টিতে,
আমি একা ছাতা হাতে!!
ভীষণ ঝড়ে বাঁধছি ঘর,
ভেঙে গেলে হবো যাযাবর!!
ভালোবাসে বেহায়া মন,
সম্পর্ক ভাঙে শরীরের আকর্ষণ!!
অভিশপ্ত জীবন থেকে মুক্তি চাই
সুখের সমাধি শ্মশানে ঠাই
উষ্ণতার পারদ চড়ছে গা বেয়,
এবার বোধয় মৃত্যু আসছে ধেয়ে।
চিতায় গেলে হবো ছাই,
আমার আর কোনো অহংকার নাই!!

-


17 JAN 2019 AT 22:45

বহুদিন পর আবার মুখোমুখি হই যদি,যদিও শরীর জুড়ে সেই চেনা শিহরণ থাকবেনা।হয়ত ঠোঁটের এককোনে এক চিলতে হাঁসি ফুটেই অস্ত যাবে,হয়তো সেই মুহূর্তে খুব বেশি মনে পড়বেনা ছেড়ে যাওয়া কারণ দের।নয়তবা চোখটা ঝাপসা হবে গাল গড়িয়ে জল নামবে, আর তখন দীর্ঘশ্বাস ফেলে মনটাকে আরো একবার বোঝাতে হবে কিছু মানুষ জীবনে নয় মনেতেই থাকে চিরকাল।।

-


28 OCT 2020 AT 10:31

🙏বিদায়🙏


ছেঁড়া খাতার পাতায় পড়ে আছে কিছু কবিতা,
টাইপিংয়ের যৎসামান্য আগ্রহ নেই আঙুলের ।
নির্জনতা খুঁজতে গিয়ে যদি কখনো খুব একা হই,
সেদিন ছায়াটা পেছনে ফেলে ছুটে আসবো আবার ।।
জানি মনে রাখার মতো কিছুই উপহার দেইনি আমি,
যদি ফিরি তবে পরের বারে নতুন রূপে কবিতা সাজাবো ।।
যদি না ফিরি তবে ভেবে নিও আমার সমস্ত কবিতারা অনাথ হয়েছে😭😭😭

-


22 OCT 2020 AT 10:34

বিরহী হৃদয়ের ক্লান্তির মেঘ - উপেক্ষিত স্পর্শহীন আবেগী উচ্ছ্বাস ,
বাঘবন্দি নিয়মে বাঁধা মানবীয় শরীর - বিষন্ন মেঘ গ্রাস করে নীল আকাশ !!

-


21 OCT 2020 AT 15:45

ব্লটিং পেপার অতিরিক্ত অনুভূতি চুষে নেয় - পড়ে থাকে শুধু শুন্যতার নির্যাস ,
এলোপাতাড়ি স্মৃতি আগুন জ্বালায় বুকে - কারণ মন যে সক্রিয় ফসফরাস ।।

-


15 OCT 2020 AT 0:32

আমার বন্ধু- জানিস আমার gf আমাকে খুব খুব খুব ভালোবাসে আর আমিও খুব ভালোবাসি ওকে,
আমি- কি বলিস,যেমন.....
আমার বন্ধু- এই ধর আমার খুব খিদে পেলে ও ওর বাড়িতে swiggy থেকে বিরিয়ানি অর্ডার করিয়ে খেয়ে নেয় আর আমার পেট ভরে যায়,

আমি- এ তো টুরু লাভ,😜😜😜😂😂😂

-


15 OCT 2020 AT 0:03

অন্তর দিয়ে ভাবে সে নাম তার অন্ত-ra...
বিরহ দিয়ে গাঁথা তার কবিতার ছন্দরা😭
বিষন্নতা প্রেমী সে লেখায় অন্তরবাসী,
ভাঙাচোরা লাইন লেখে কৃষ্ণে বিশ্বাসী...!!

-


13 OCT 2020 AT 2:19

রোজ রাতে অনেক কেঁদেছি, বিলীন হয়েছে মনের নীল !
একদিন তো strength ছিলে, আজ হলে Achilles' heel !!

-


12 OCT 2020 AT 15:07

সবাই চেনে crazy math নামে, গণিত তার DNA,
ছন্দ তার লেখায়, আর অঙ্কের প্যাটার্ন নিউরনে।।

-


Fetching A K Maity Quotes