(Salma sultana)
64 Followers · 73 Following

Primary teacher
Joined 27 May 2020


Primary teacher
Joined 27 May 2020
4 JUL 2021 AT 21:06

সে বলেছিল সারা জীবন পাশে থাকবে ।আজ স্মৃতির পাতার অতিথি ।

-


22 MAY 2021 AT 12:54

ঝিরঝির বাতাসে ঝরে পড়ছে
লাল কৃষ্ণ চূড়ার পাপড়ি ।
যেন কোন রাজকন্যা আনমনে ছিঁড়ছে ফুল।
কোন এক রূপকথার স্বপ্নে সে মগ্ন
এ পৃথিবীর পথ ছাড়িয়ে বহুদূর ।
যেখানে দৈত্যের প্রাসাদ পেরিয়ে উড়ে যায়
রূপকুমার সাদা পক্ষীরাজে ।
আর ব্যঙ্গমা ব্যঙ্গমী থাকে জেগে গল্প শোনাবে তাই।
কে জানে সত্যিই আসবে কিনা রাজকুমার
মেঘের দেয়াল ফুঁড়ে,তবে মানুষ তো চায়
স্বপ্ন রা সত্যিই হোক।

-


22 MAY 2021 AT 10:50

সেদিন ছিল স্নিগ্ধ বিকেল এক
নীল আকাশের বুকে তখন
জেগে অপরাহ্নের চাঁদ।
সব সম্পর্ক ভেঙে তুই গেলি
সরে দূর ।
আমি রইলাম চেয়ে অপলক
তোর চলে যাওয়া পথ।
আজো হৃদয় বাগান টা আছে তোর ই
তোর জন্য ই বসন্ত নামে ওখানে ।
অভিমান ভুলে ফিরিস মনের ঘরে
সব ভালবাসা আজো তোর ই নামে।

-


18 MAY 2021 AT 11:52

একদিন ভোর হবে ঠিক
এমন ই রূপালী আলো মেলবে আঁচল তার ।
সেদিন থাকব না এই পথে
পাব না দেখতে ঊষার সেই রূপ।
তখন দেখে নিও ওই দূরে
যেখানে জাফরানী মেঘ মেলে পাখা
যার কোল ঘেঁষে উড়ে যায় ভোর পাখির দল।
আমি তখন কোন মেঘ ই হবো
দূর থেকে একমুঠো কল্পনা দেব উপহার ।

-


8 MAY 2021 AT 13:50

আবার শেষ থেকে শুরু হোক সব
আতংকের কালো ছায়া
সরে যাক দূর শূন্যে ।
আবার স্বপ্ন হোক শুরু
মনের বাগানে ফুটুক সূর্য মুখী।
মানুষ গুলো এসে দাঁড়াক
একটা স্বস্তির ছায়াতলে ।
নূতন পৃথ্বী স্বাগত জানাক তাদের।

-


27 MAR 2021 AT 20:18

এ জোছনা রাত আজ এসেছে আবার
শুধু সময় টা গেছে বদলে
সাথে আমার আমিও ।
এ বদল আমি করেছি নিজেই
দাঁতে চেপে দাঁত ,
পৃথিবীর পথ টা অতটা সরল না
যতটা ভাবি আমি।
এখানে বেশির ভাগই গিরগিটি মানুষ ।
ওই সরীসৃপ ভিড়ে আর চাই না
চালাতে অনুসন্ধান;জীবনের আরো কাজ
আছে অপেক্ষায় !

-


7 FEB 2021 AT 19:19

চাঁদনি বাতাস মেখে সন্ধ্যা টা
গেছে চলে দূর ,
তবে একমুঠো স্নিগ্ধতা গেছে দিয়ে ।
এ সায়াহ্ন ভারী অপরূপ দেখে চোখ ।
ভাললাগা রা যেন ঘিরে ধরে
আলতো ছোঁয়া য়!
এক দিন এভাবেই চলে যেতে চাই
তবে স্মৃতি টা চাই রেখে যেতে !

-


24 DEC 2020 AT 20:21

আমি ঠকিনি কারণ আশার রশি টা
কখনো ছাড়িনি শূন্যে।
কষ্ট নিতে কার্পণ্য দেখেনি হৃদয় ।
কষ্ট নিলে তবেই না আসে স্বস্তি!
যারা সুখের পেছন ছোটে
খারাপ লাগা অসুখ টা
তাদের ই ধরে চেপে।
একবার মানুষের দুঃখে হেঁটো পথ
নিজেই যাবে জেনে
সত্যি কারের সুখ কাকে বলে!

-


23 DEC 2020 AT 21:18

একদিন হবেই থামতে
তবু চাই না পরাজিত পথচলা ।
নিজের গন্ডি টা আরো শক্ত করে
এগিয়ে যাওয়া নীরবে ।
যে পথে আকাঙ্ক্ষা না
কর্তব্য দাঁড়াক সারে সার ।
তারপর আবার বসবে জলসা
মনের কল্প জগত ।
যেমনটি বসতো সেই ছেলেবেলায়!

-


12 DEC 2020 AT 14:19

সন্ধ্যা র আলো হয়ে একদিন
যাব ছেড়ে এই ঘর ।
কোনো এক আঁধার বুকে
নেবো বেঁধে খেলাঘর
সেদিন ও রাখবে কি মনে?
সোনালি আলো হয়তো তোমার জীবনে
তুলবে নতুন সুর ।
তাতে ঈর্ষা না ভাললাগা ই না হয় থাক।
তোমার সুন্দর জীবন ছাড়া
কিছু ই তো চাইনি আজো !

-


Fetching Quotes