বিষাদ ভরা জীবন আমার কাটবে না দুঃখের ক্ষত
তোমারই দেওয়া প্রতিঘাত হয়েছি আমি আহত ।
শিরায়,শিরায় বহেছে শুধু ক্লান্তি ভরা রক্তের রেশ,
মুছিবো কেমনে,হৃদয়ে ভরা এই কষ্টের ক্লেশ ।
তবুও তোমার সুখময় জীবন করি আমি কামনা,
তোমাতেই খুঁজেছি মোরে,ভালোবাসার ছিল বাসনা ।
মুক্তি চেয়েছিলে তুমি ,পারিব না ভুলতে তবু বিদায় দিলাম,
ভুলে যেও আমাকে, কি আমার নাম ,কে ছিলাম ........
- পিউ শীল 💖
11 AUG 2019 AT 0:03