14 NOV 2019 AT 9:55

নাচ , গান , আবৃত্তি, নাটক,তবলা , গীটার
ক্যারাটে , ক্রিকেট , কম্পিউটার ।
পিঠে ভারী বই খাতা আর বাবা মায়ের
আকাশ ছোঁয়া প্রত্যাশার বোঝা বইতে থাকা
শৈশব হারানো শিশু শ্রমিক দের জন্য
আজ শিশু দিবসে আমার সহানুভূতি রইলো।

-