অবসরে চেক করি স্ট্যাটাস, দেখি ব্যস্ততার অন্ত নাই,
অন্য কারোর স্বপ্নপরী তবুও স্বপ্নে তোমার দেখা পাই।-
3 SEP 2019 AT 21:29
11 DEC 2020 AT 11:14
হলুদ শাড়িতে ড্রিম গার্ল
হলুদ পাড়ের শাড়ি, গালে রং
মুখে সেই ছোট্ট তিল
প্রথম দেখায় পাগল করেছে
যেন সে এক স্বপ্নে দেখা রানী।
তোমার হাতে হলুদ চুড়ি
কপালে একটি ছোট্ট টিপ
গোলাপি ঠোঁটের মিষ্টি হাসি
করল আমার মন চুরি।
-
30 SEP 2018 AT 2:01
জীবদ্দশার ন্যয়
মৃত্যুপুরীও হবে পৃথকে
তুমি উন্মুক্ত হবে
আমার বিষাক্ত আত্মা
আটকে থাকবে কোন এক দেহতে
এর থেকে ভালো
আরো পাপ করে
যন্ত্রণা লাভ প্রেতপুরীতে
কি বলো স্বপ্ন পরী-