QUOTES ON #সন্তান

#সন্তান quotes

Trending | Latest
23 MAR 2018 AT 10:41

একটা তীব্র কান্নার স্বর..
দশ মাস দশ দিন পর...

'সব পেয়েছির দেশ'

-


3 AUG 2024 AT 21:38

সময়ের সাথে বেড়েছে বছর
কত কড়া কথা অঝোরে বলিস,
মা সন্তানের অমলিন সম্পর্ক
রাগ হলেও ভালোই লাগে
যখন উঁচু গলায় শাসন করিস।

-


2 DEC 2023 AT 18:51

দুরত্ব বাড়ছে মাইলের বেগে, সিক্ত নয়নে তোরই নাম,
একলা ঘরে হাপিয়ে উঠি, দিন রাত্রি হয়েছে সমান।

-


18 SEP 2019 AT 14:46

লালন পালনে প্রাণ, সন্তান ধূলিমাখা স্নেহে
তোমার আঁচল জড়ানো মমতায়,,,,
সুরক্ষায়, গর্জে উঠে ক্ষুন্ন স্বার্থে
ভালোবেসে আগলে রেখে সকলেরে দিয়েছো ঠাঁয়।

-



হোক সে ফরসা কিংবা কালো-
গায়ের রং এ কি বা এসে গেলো.....
মা -বাবার কাছে তাদের সকল সন্তান-ই ভালো।

-


22 NOV 2023 AT 17:33

পিঠোপিঠি দুই ভাই বেড়ে ওঠে একসাথে,
ছোট তো ছোটই হয়,
কখন যে বড় হল মায়েরও অজান্তে।
হালকা তন্দ্রা এসেছে মায়ের,
বিরক্তিতে পেছন পানে চায়,
দেখে করছে লড়াই ছেলে দুটিতে।
চাপা স্বরে বলছে ছোট,
একা ফেলে যাব না মাকে,
তুই যা আমি তো আছি,পাহারাতে।
অবাক দৃষ্টিতে চেয়ে ভাবছে মা,
ছেলের শৈশব শেষ হয়ে এলো
বুদ্ধি পাকার সাথে সাথে।

-


15 JUL 2020 AT 9:28

সেই প্রথম দেখেছি তোকে,
যে দিন প্রথম এলি তুই আমার কোলে৷
না জানি কি ভালো লেগেছিল..,
তোকে বোঝাবো কি ভাষাতে৷
দেখেছি এর আগে তোকে স্বপ্নেতে,
গড়েছি তো তোকেই স্বপ্ন ভালবাসা আশাতে,
তোকে তেই ফিরবো আমার ফেলে আসা দিনগুলিতে৷
তুই যে আমার আশা ভরসা,
তুই যে খুশীর হাওয়া৷
তোকে পেয়েই পেয়েছি পূর্ণ হওয়ার ছোঁয়া,
তোকে নিয়েই থাকবো সবাই...
ভালোবাসার সেই সোনালী রোদের আঁচে৷

-


30 JUN 2021 AT 6:07

আজ সেই শুভক্ষণ - আষাঢ় দুপুর
আমার কোলকে করেছিলি আলোকিত ;
হয়ে ওঠ সাগরের মতো গভীর ,
দীন-দরিদ্র তরে তোর অন্তর হোক ক্লেশিত ।
করি আশীর্বাদ -
সুখের রাজ্যে করিস যেনো অবাধ বিচরণ,
আগলে রাখবো তোকে আমি আজীবন।

-


6 AUG 2020 AT 9:56

পথ চেয়ে বসে থাকে মা,
কখন ফিরবে তার সন্তান ৷
ফিরলে পরে পায় বুকে সে বল,
সন্তান যে তার জীবনের একমাত্র সম্বল ৷

-


3 OCT 2021 AT 17:30

স্বার্থ নিলামের বোবা আইন
পকেট হাতড়ে নোটটা পেলাম হাতে,
খাঁচা জুড়ে ওদের 'নেই' নিয়ে দরাদরি
দাবী চেবায় বেলাশেষের ডালভাতে।

-