সেই পুরোনো নিঃস্বার্থ অমিয় ভালোবাসা..
সেদিন হয়তো বুঝতে পারবে সবটা,
সমস্ত অভিমান কেটে গিয়ে দূর হবে এই নিরাশা..
আমি যে আজও বসে তোমার জন্য,
সেই নিঝুম নদীর ধারে একাকিত্বকে সঙ্গে নিয়ে..
মোর প্রণয় সমুদ্রের ঢেউ আজ স্তব্ধ হলেও,
ভালোবাসা-টুকু আজও বেঁচে আছে তোমার জন্য প্রিয়ে..-
মিলিয়ে গেছে ঝড়ের পূর্বাভাস,
একটা শুষ্ক নীল আকাশ শুধু ম্লান ফুলের মতো ঝরছে,
বিবর্ণ ওই নিষ্ফলা পাপড়িগুলোর খুব কাছে
সমাধিফলকের নীচে বৃষ্টি এখনও অপেক্ষারতা
এই নির্মেঘ ভোরে আমারও বাকি রয়ে গেলো বৃষ্টিটাকে বলা অনেক কথা!
আরো যদি অন্যকোনো ঝঞ্ঝায় হয় দেখা
মিটিয়ে নেব বুনতে বাকি ছিল যেটুকু শূন্যতা!
- An Obscure Existence
-
তবুও ধরে রেখো,
আমি তো নই কোনো কবচকুন্ডল
রক্ত জবার মতো, একদিন
আগুনের জলে যাবো মিশে।
অলস দিনলিপিতে
ছেঁড়া প্রেমের আলিঙ্গন,
বুকের কাফনে মোমের মোড়ক
নিংড়ে নেবার সবার তাড়া।
আমি কিছু মনে রাখি না
কে পারে ছুঁতে কার গুমোট ভাব
তমসার রাত্রিবাসে ঘোর লাগায়
মৃত সামর্থ্যের তালিকাভূক্তি।— % &-
এই ভালোবাসাতে ছিল না কোনো ফাঁকি,
ছিল শুধু অভিমান।
তাই আমাদের ভালোবাসাতে
আজও আছে কিছু পিছুটান।-
আমার মনখারাপী মেজাজ
তোমার ঘুড়ির সুতোয় টান,,
আমার একলা থাকার ছল,,
তোমার ভীষণ অভিমান।।
সেই অভিমানের মেঘ
আমার জানলাতে দেয় উঁকি,,
আমার মন যে বড়ই আকুল,,
শুধু তোমায় পেতেই বাকি।।
-
সব কথাতো যায়না বলা, কিছু সে এখনও রয়েছে বাকি।
কিছুটা কেবল পাথর চাপা, কিছুটা শুধুই দিয়েছে ফাঁকি।।
কিছুটা অল্প মনে পড়ে যায়, কিছুটা গল্পে রেখেছি লিখে।
কিছুটা ভেসেছে অল্প হাওয়ায়, কিছুটা শরীরে নিয়েছি মেখে।।-
ঠোঁটের কথারা নির্বাক , সরব শুধু স্মৃতির কোলাজ
কথা ছিল দেখা হবে , মনের ঘরে জন্মদিনে
বেবাক ভুলেছে সেই কথা আজ, বসে আছি তাই বিরসনয়নে ।-
মৌন ঠোঁটে কিছু কথা অস্পষ্ট রেখে উধাও হয়ে যাও
কর্পূরের মতো একাধিক বার l
আমিও বোকার মতো তোমার পিছু পিছু ছুটে মরি
তোমার চোখের ভাষা বুঝবো বলে,
হুমম বোকাই তো...
নইলে কি অর্ধেক জীবন গতিহীন
আর বাকি অর্ধেক অজানা অবস্থায় কেউ এমন হাঁসফাঁস করে?
কেন আসো আমার মন মহলে!
পর্ণমোচীর মতো রূপ নিয়ে তোমায় ভোলাবো এমন বাসনা আমার নেই,
দক্ষ কবির মতো পদ্য করে বা গদ্য করে কবিতা তাও পারি না l
অনেক কিছু বলতে চেয়ে সাজিয়ে গুছিয়ে কিছু বলার আগেই তুমি নিরুদ্দেশ
কি যেন বলতে বাকি আজ...
বলো কিছু অবশিষ্ট রাখলে?
আপসোস করো না যেন আমি হারিয়ে গেলে বনান্তে l-
সব লোকে তাঁর দিকেই তাকাই
আমিও ভাবী তাঁর দেশেই থেকে যাই,
তাঁর সমন্ধে তো লেখা বন্ধ করে দিয়েছিলাম
কিন্তু কি করি তাঁর সমন্ধে লেখা যে বাকি থেকে যাই,
সকালে তাঁর চোখের দিকে তাকালে
গভীর রাত বাকি থেকে যাই,
কত অদেখা স্বপ্ন অদেখাই থেকে যাই
যতই তাঁর জন্য লেখি
ঠিক কিছু না কিছু বাকি থেকে যাই,
তাঁকে ভালোবাসার জন্য যতই কথা সাজায়
ঠিক কিছু না কিছু কথা বাকি থেকে যাই...-