ছাত্র শক্তি অনেকটা পারে। আমরা যাঁরা পারিনি তাঁরা ভালোবাসা ছড়াতে না পারেন অন্তত ঘৃণা ছড়াবেন না। আপনাদের নিতান্তই কিছু বলতে হলে সাহসটা নিজের দেশে দেখান। সেফ সাইডে গেম খেলে অন্য দেশের সম্পর্কে কিছুই না জেনে ভোগ না করে হিংসাত্মক রীল ছড়াবেন না। ওদের টা ওরাই বুঝেনিক। আপনাকে গিয়ে সৃষ্টাচার শেখাতে লাগবে না। সেইটা আগে নিজের দেশের মানুষদের সেখান। স্ক্যাম হলে তার প্রতিবাদ করুন। তখন তো পোস্ট দেখিনা।
ধন্যবাদ
#বাংলাদেশছাত্রশক্তি
https://www.facebook.com/share/r/v4LGcUtevCqUsEh9/?mibextid=oFDknk-
8 AUG 2024 AT 0:19
13 AUG 2024 AT 8:09
ছাত্র শক্তি অনেকটা পারে। আমরা যাঁরা পারিনি তাঁরা ভালোবাসা ছড়াতে না পারেন অন্তত ঘৃণা ছড়াবেন না। আপনাদের নিতান্তই কিছু বলতে হলে সাহসটা নিজের দেশে দেখান। সেফ সাইডে গেম খেলে অন্য দেশের সম্পর্কে কিছুই না জেনে ভোগ না করে হিংসাত্মক রীল ছড়াবেন না। ওদের টা ওরাই বুঝেনিক। আপনাকে গিয়ে সৃষ্টাচার শেখাতে লাগবে না। সেইটা আগে নিজের দেশের মানুষদের সেখান। স্ক্যাম হলে তার প্রতিবাদ করুন। তখন তো পোস্ট দেখিনা।
ধন্যবাদ
-