অজানা মনের রাজকন্যা তোমায় ভালোবাসি
কলমে ✍ নীল
লেখাটি caption এ দেওয়া রইল
আরো লেখা পরবার জন্য প্রফাইলে
দেওয়া facebook link এ click করুণ
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇-
প্রেমিক সে নয় যে শুধু শাড়ির উপর থেকে উঁচু স্তন দেখে চোখের ক্ষুধা মিটিয়ে নেয়।
প্রেমিক সে যে শাড়ি পরার পরে হাটতে কষ্ট হওয়া অনুভব করতে পেরে হাত চেপে রাস্তা পাড় করে দেয়,যে বুঝতে পারে কতটা প্রেম নিয়ে তার প্রেয়সী তার জন্য শাড়ি চুড়ি পরলো।কতটা যত্নে প্রেমিকা চোখে কাজল আর কপালে টিপ দিলো এটা প্রেমিক ছাড়া কোনো ভিন্ন পুরুষের অন্তর টের পাবে না।-
।যদি কোনো ছেলে তোমার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্তেও তোমাকে হাসাতে পারে.!🌻
- যদি কোনো ছেলে রাত্রিবেলা ঘুম পাওয়া সত্ত্বেও সারারাত তোমার বকবক সহ্য করতে পারে.!🙃
- যদি কোনো ছেলে তোমার চারপাশের সব মানুষগুলোকে চিনতে সাহায্য করে.!😔
- যদি কোনো ছেলে তোমার বন্ধুদের বন্ধু ভেবে কাছে টানে, হ্মতিকর মানুষগুলোকে দূরে ঠেলে দেয়.!😪
- যদি কোনো ছেলে যৌনতা না চেয়ে তোমার কাছে শুধুমাত্র একটা সুন্দর বিকেল চেয়ে বসে, হাতে হাত রেখে তোমার মাথা নিজের কাঁধে রাখে.!🖤
- যদি কোনো ছেলে তোমাকে নিজের পরিবারের চেয়ে বেশি অথবা কম গুরুত্ব না দিয়ে তোমাকে নিজের পরিবারের অংশভাবে.!❤
- তবে আর কোনো শ্রেষ্ঠ পুরুষ খুঁজো না নিজের জন্যে, যত প্রতিকূলতাই থাকুক না কেন, জীবনসঙ্গী হিসেবে বেছে নিও সেই ছেলেটিকে.!💛
- তার থেকে বেশি ভালোবাসে এমন মানুষ পেলেও তার মত এমন কাউকে আর খুঁজে পাবে না তুমি বিশ্বাস করো ছেলেটা সত্যিই তোমাকে বড্ড বেশি ভালোবাসে.!❤😍
// /// ///// #নীল-
ভালোবাসি❤
আজ থেকে কুড়ি বছর পরে,
যখন তোমার চোখে মুখে বয়সের ছাপ পড়বে, হাতের চমড়া গুলোয় ছেদ ভাজ পড়বে, কপালের চুলগুলো সাদা হয়ে যাবে,
তখনও যদি তুমি ভুলে জিজ্ঞেস করো ভালবাসি কিনা?
আমি নির্দ্বিধায় বলব ভালবাসি, ভালবাসি।
যখন তুমি মোটা ফ্রেমের চশমা পড়বে,
শীতের সকালে উনুনের পাশে বসে আগুনের পরশ নিবে
সেই সকালেও যদি ভাবো ভালবাসি কিনা?
তুমি নিশ্চিত ভেবে নিও ভালবাসি, ভালবাসি।
যখন আষাঢ়ের রাতে মেঘে মেঘে ঘর্ষণ হবে,
বিজলীর চমকে ঐ প্রবীণের বুকে মুখ লুকাবে,
হঠাৎ যদি ভাবো ভালোবাসি কিনা?
তুমি জেনে নিও, ভালবাসি ভালবাসি।
আজ থেকে কুড়ি বছর পরে,
আমি যদি নাইবা থাকি এই দুনিয়ার তরে,
নিঝুম সন্ধ্যায় নিরবে একা ভেবো মোরে,
অদৃশ্য হতে শুনবে মোর প্রেমধ্বনি,
ভালবাসি, ভালবাসি।😇
# # #নীল-
সম্পর্কে'র বয়স যতোই বাড়ুক!
ভালোবাসা টা জায়গা তেই থাকবে।
কখনো মনে হতে দেবো না যে তুমি কিংবা আমি আমরা ভালো থাকতে পারছিনা একে অপরকে সাথে।
বরং বৃদ্ধ বয়স অব্ধি যেনো মনে হয় আরো হাজারো বছর বাঁচি তোমার সাথে কারণ তুমি নামক মানুষ টাই আমার মূল ভালো থাকার একমাত্র কারণ।❤️
তোমাকে ছাড়া কখনো যেনো নিজেকে ভাবতে না হয়।
জীবনের কয়েকটি বছর পেরিয়ে গেলেও যেনো ভালোবাসা টা সূক্ষ্ণ গোলাপের মতো না হয়।
সবসময়ই একে অপরের হাসি-দুঃখ- আনন্দ- কষ্ট সমান ভাবে ভাগ করে নেওয়ার সুখ টা থেকে দুজনে যেনো কখনো বঞ্চিত না হই।❤️
রোজ ঘুম ভেঙ্গে একে অপরকে ভালোবাসি বলতেও যেনো কখনো বিরক্তবোধ না আসে।❤️
প্রতিটি ছোট ছোট মুহুর্ত গুলো যেনো একে অপরে উপভোগ করি।
যতোটা ভালোবাসি ঠিক ততো টাই যেনো সকল বিপদে দুজন দুজনের পাশাপাশি থাকি।❤️
জীবনের শেষটা অব্ধি যেন ভালোবাসায় বাঁচি এই টুকুই প্রার্থনা💘
________লেখা---নীল-
প্রেমিক হবো,
একদিন আমি সত্যিই সত্যিই প্রেমিক হয়ে উঠবো।
গভীর ঘুমে পৃথিবী যখন ঘুমিয়ে পড়বে,আমি-তুমি জেগে রবো।🙂
সময়ে-সময়ে খবর নেবো,খেয়েছো কিনা,স্নান করা হলো কিনা,এখন তুমি কি করছো?বন্ধী আমি করবো তোমায়,তখন ঠিকই বলবে,তুমি প্রেমিক হতে পেরেছো।
আমি আসলেই প্রেমিক হবো,মাঝ রাতে ফোন করে ঘুম ভাঙ্গিয়ে দেবোনা,বলবো না চলো,রাত জাগি!
বৃষ্টি হলে বলবো না,চলো বৃষ্টিতে ভিজি।
দামী রেস্টুরেন্টে নিবো তোমায়,বিল করবোনা ভাগাভাগি; সব কাজ ফেলে আসবো তোমার কাছে ভাববোনা আমার চাকরী যাবে,আজ-কালই!
আমি প্রেমিক হবো,প্রেমিক হয়ে উঠা কঠিন কিছুনা;
ভালবাসা,ভাল রাখা,মা-বাবা,বোনের চাওয়া-পাওয়া বুঝা;
কি করে তোমার কিছু টাকা বাচিয়ে ,ক্লান্ত বিকেলে ১০ টাকার বাদাম খেতে-খেতে,হাতটা শক্ত করে ধরে পাশাপাশি হাটাই বড় কথা!
আমি বরং প্রেমিক হবো, মনের মত প্রেমিক হবো তোমার চোখে-মুখে গৌরবের হাসি হবো 💜
______________নীল-
যাকে ভালো লাগেনা
তার ভালোবাসা হোক বা
অভিমান বা মজা করা
সবি তিক্ত লাগে
_______নীল-
কিছুক্ষন থেকে যাও, যেও না এখনি,
তোমাকে দু'চোখ ভরে, দেখার আরো যে বাকি...
কাছে এসে জড়িয়ে ধরা বাকি,
ভালোবাসি তোমাকে, বলা বাকি,
যত ব্যথা তোমার নিজের করা বাকি,
এ জীবন তোমার নামে লেখা বাকি...
যখনি তুমি কাছে, সময় কাটে হেসে, লাগে জানালা তুমি, বদ্ধ এই মনে
বিষণ্ণতা কেটে যায় তোমারি ছোঁয়ায়, যে ছোঁয়া আমার আরও চাওয়া বাকি,
একি সাথে সকাল দেখা বাকি,
সাগর তরে মিলে ভেজা বাকি,
যত কথা তোমার বলার, শোনা বাকি,
এ জীবন তোমার নামে করা বাকি...
রাঙ্গালে তুমি আবার ভালোবাসায়, মৃত প্রায় হৃদয়টাকে,
দেখালে স্বপ্ন সেসব, হয়নি সাহস কখনো দেখার আগে...
ছড়িয়ে দিলে আলো, ছিল আধারে যত,
তুমি এসে, তুমি হেসে পেয়ে তোমাকে
এত অপেক্ষা শেষে বলো,
আড়াল চোখের করি কি করে?
এখনোত, হাতে ধরা বাকি,
একি সাথে বিকেল হাটা বাকি,
চোখে চোখে, কথা বোঝা বাকি,
এ জীবন তোমার...
এ জীবন তোমার...
এ জীবন তোমার... নামে করা বাকি...
________________
___________________ #❤নীল-