QUOTES ON #নতুন_আলাপ

#নতুন_আলাপ quotes

Trending | Latest
1 SEP 2024 AT 18:35

নতুন করে ধরছি কলম,
দগ্ধ ব্যথায় আলতো মলম।

আবার আমি জুয়ার মাঠে,
ঘি ঢালছি যোগ্য কাঠে।

স্বপ্ন দেখছি নতুন করে,
প্রশ্ন চিহ্ন আগামী মোড়ে!

হয় ভাগ্য ধাক্কা দেবে,
নয়তো এবার সামলে নেবে!

মনটা আবার রাখছি বাজি,
যুক্তি ভুলে হচ্ছি রাজি।

এবার হারলে হারিয়ে যাবো,
ধোঁয়ার চাদর জড়িয়ে নেবে!

#নতুন_আলাপ

-