লিখিলাম তোমাকে,
গ্ৰহন করিও এ অনুরাগ,
আছে শুধু তোমারই নামে,
ফেলিয়া দিওনা তাহাকে,
কারণ এ সত্য,কোমল
এতে কোনো ছেদ নাহি
কথা দিলাম।-
হয়ে গেল তো কতদিন,
বেঁচে আছি না ছুঁয়ে তোকে,
তবু আজও বাসছিস ভালো গতকাল বেসেছিলি যেমন,
কিন্তু ধরে রাখেনি তো তোকে,
শুধু আমার এই মনকেমন?
-
লিখেছিলাম আমি মাস কয়েক আগে,
মূল্যহীন আজ সেটা,
তোমার রূপ বেরিয়ে এসেছে যে লাগে!-
গড়ে তুলব আমাদের রূপকথা,
বানাবো সেই শহর যা স্বপ্নে দেখতে পাই,
আর তাই হয়ে উঠবে তোমার আমার ব্রতকথা!-
তৈরি করেছিলাম এক গোপন সূত্র,
তোর খবর রাখার জন্য,
কারণ তুই জানতেপারলে,
সেটা আমায় করতে দিতিস না
-
প্রতিদিন কাঁধটা হয় যার আরেকটু ভারী,
বোঝায় লাল দাগের,যা কেটেছিল সেসব ছুরি,
এসে বিঁধে ছিল যা আমার ছাপা শাড়ি,
জানা সত্ত্বেও যে, একমাত্র আমি পারি
গড়ে তুলতে এই জগত বাড়ি!-
অচেনা তাল,
জং ধরা বেতারে,
মুগ্ধ করা ছন্দ,
মনে করিয়ে দেয়,
কথা যেন কিসের;
হ্যা, মনে পড়েছে,
হারিয়ে যাওয়া দিনগুলো -
এই সব কিছুর
মিলন-ই তো জোড়ে
স্মৃতিগুলোর টুকরোকে
খোয়ে যাওয়া জীবনে-
সম্পর্কের contract duration শেষ হয়ে যেতে পারে, গাঁটছড়া নয়।
-