এক তরফা প্রেমেতে নেই হারানোর ভয় ,নেই খুনসুটি
শুধু আছে " না বলার" যন্ত্রণা আর নিজ মনে কাটাকুটি
-
বেনামী কিছু অনুভূতির অকালবোধন হয় একতরফা ভালোবেসে।
ভালোবেসে শ্বাসরুদ্ধ আবেগগুলোর অন্তরে বিরহ থাকে মিলেমিশে।-
আঙুলের ফাঁকে খুঁজো না আমাকে, বেঁধোনা আর মিথ্যে মায়ায়,
স্বপ্নেও আর দিও না দেখা মৃত তারাদের আনাগোনায়।
ঝরাপাতাদের নিঃশ্বাস ছুঁয়ে লিখো না গল্প সাদাপাতায়,
আবেগী স্মৃতিরা বেঁচে থাক, আমার একতরফা ভালোবাসায়।।-
খোঁজেছি... কবিতা কথা ছিল যতো রোজ অবিরত,
দিয়েছিলে প্রতিশ্রুতি নিয়েছো তুমি বিরতি,মন-প্রান রোজ হত ক্ষত...-
একতরফা ভালোবাসা ভোলেনা কিছুই , বারবার অতীত ফিরে আসে ভাবনার আকাশে ।
জীবনের আনন্দ , সুখ গুলোকে জড়িয়ে ধরে দুঃখ তার নীলচে ধোঁয়ার নাগপাশে।-
বাস্তবে নাই বা এলে তুমি,
নাই বা ভালোবাসলে
এই আমিটারে;
তুমি নাহয় কিংবদন্তি
স্বপ্নের মতো,
স্বপ্নেই এসো একতরফা হৃদের দরবারে।-
কিছু কথা যে না বলা রয়ে গেল ,বললে ভাবি যদি তুই বন্ধুত্বটা না রাখিস
-
প্রজাপতিরাও জানে ,পরাগমিলন হয়েছে বলেই ,হতে পারে না সব ফুল বিকশিত
তুমিই বোঝোনা,ভালোবাসলেই বলা যায় না মুখে ,কিছু হয় চোরাস্রোতের মতো।।-
কিন্তু ভালোবাসাটা যেন প্রেরণা হয়ে থাক।
ভালোবাসার সিঁদুরে সিঁথি রাঙিয়ে তো যে কেউ, বলতে পারে আমি সম্পূর্ণা।
কিন্তু একতরফা ভালোবাসার জোরে স্ত্রীধর্ম পালন করে কজন বলতে পারে যে আমি, "পরিণীতা"।।-
রাধা! বললাম না তোমায় প্রিয়তমা
কানাঘুষো শুনি তুমি কৃষ্ণের সখী
লোক লজ্জা তোমায় পারেনি ছুঁতে
আমি একাকী বদনামে মুখ ঢাকি
সমাজের চোখে নপুংসক আমি
সময় নিয়ে বুঝতে একটু যদি
পুরুষ মানুষের যন্ত্রণা বোঝো?
চক্ষু আড়ালে আমিও যে কাঁদি
অভিযোগে না বেদনা থেকে বলি
রাধা! অন্তর আজও তোমায় ভালোবাসে
শরীর দিয়ে মাপলে অক্ষমতা
বুঝলে না মন, দিলে না ধরা এসে
হৃদয় আমার অজস্র খন্ডে ভাঙে
তোমার পরে কৃষ্ণের নাম শুনে
তোমার কাছে হয়তো তুচ্ছ সবই
আমি বুঝি একতরফা ভালোবাসার মানে
লিখছি পত্র টলমল চোখ নিয়ে
ব্যর্থ আমি পাইনি মনে স্থান
জানি ভীষণই অযোগ্য আমি
ইতি, তোমার নামমাত্র স্বামী আয়ান-