QUOTES ON #অন্তহীন_শুভদীপ

#অন্তহীন_শুভদীপ quotes

Trending | Latest

ভেজা টানেল জুড়ে আজ স্যাঁতস্যাঁতে শ্যাওলার চাষ,
এখনো আমার মনের মাঝে তোমারই বসবাস।।

-



এসেছিলাম ফেরি করতে,
ভালোবাসা সাজিয়ে;
চিনলে না তুমি আমায়,
দিলে তাড়িয়ে।

-



আরও অনেক দূরে অকারনেই হারিয়ে যেতে চাই;
যেখানে সঙ্গ দেবে প্রতিধ্বনি, মুখোশের আড়ালে মানুষ নাই।

-



আকাশ জুড়ে মেঘ জমেছে, বৃষ্টি নামার অপেক্ষায়।
বন্দী ঘরে মন পুড়ছে,ভালোবাসার অপেক্ষায়।।

-



ওরা মানুষ নয়, মানুষরূপী শয়তান।
এইভাবে কত-শত অবলা জীবের কেড়ে নিলো প্রাণ।।

-



মেঘলা করা আলসে দিন,
শাড়ির ভাঁজে সেফটিপিন।
মন কেমনের অর্থ খোঁজে,
প্রেমিক মনকে থোড়াই বোঝে!

-



ভালোবাসায় সাজিয়ে রাখা ছিলো
ছোট্ট আমাদের এই নীড়;
এত বছর পরেও আমার
মনের মাঝে তোমার স্মৃতির ভিড়।

-



ওরা শব্দ কিনে ভরায় ঘর
মিথ্যে প্রতিশ্রুতির আড়ালে,
রাত্রি এলে কান্না জমে
অনুভূতির বেড়াজালে।।

-



'বাবা’ শব্দটা দু'অক্ষরের হলেও,
বাস্তবে মানুষটা আস্ত একটা বটগাছ
যে শত ঝড়-ঝাপটা সহ্য করেও শক্ত ভাবে পরিবারের হাল ধরে দাঁড়িয়ে থাকে।

-



মিথ্যে বন্ধুত্বের আড়ালে থাকা মানুষগুলো খুব ভয়ঙ্কর।

-