....I took
refuge in darkness..
for darkness
is just a phase-
বৃষ্টি এলো মনপাড়াতে,
জানলা জুড়ে বৃষ্টি ফোঁটার আঁকিবুকি,
স্বপ্ন বোনে, পরজন্মের, সোহাগ ছাঁচে মনপাখি।
বৃষ্টি এলো মনপাড়াতে,
আদর জমছে ঠোঁটের কোলে, চোখের পাতায়,
বেহুঁশ জ্বরে পুড়ছে এ মন, হিসেব ভুলে দৃষ্টি হারায়।
-
সদা স্মরনে রয় যেন প্রভু, স্বামীজি, তোমার অমোঘ বানী,
নিজ-অস্তিত্ব ভোলাও তুমি, সুখটুকু নিয়ে কোরো চিরঋণী।-
নীলচে মেঘে আবেশ ভোর, ঘুড়ির সুতোয় আলতো দিন,
জ্বরের প্রলাপ তুমিই জানো, ঝড় উঠছে, মন রঙিন।
পালক-নরম রাত্রি যখন আঁকছে শরীরে আল্পনা,
আকর্ষণের অঙ্ক ভুলে, মাত্রা হারায় ছায়াপথের জল্পনা।
ভাঙছে আগল, ভাঙছে আড়, পদ্য সাজাই শরীর জুড়ে,
লাগছে নেশা, চোখের কোণে, আঁকড়ে ধরি জ্বরের ঘোরে।
"তুমি" নামক জ্বরটাকে, ভালোবাসছি, ভীষণভাবে,
সাহস হয়ে নামতে চাই, তোমার ঠোঁটে প্রবলভাবে।
উঠছি আমি, জাগছি রোজ, উজান স্রোতে তোমার মাঝে,
আশ্লেষের আবেশ ডুবিয়ে দিচ্ছে তোমায়-আমায় সকাল-সাঁঝে।-
তোমার চোখের নিহারিকায়
পাচ্ছে কিছু আশকারা তোমার ঠোঁটে,
গোলাপি-নীলের মেদুর আলোয়
উষ্ণ আবেশ, লক্ষতারার পদ্ম ফোটে।
উজান-স্রোতে সময় যখন থমকে দাঁড়ায়,
বিকেল তখন সন্ধ্যেবেলার গল্প আঁকে,
চাওয়া-পাওয়ার জলসায় মেতে
কবিতাগুলো জেগে ওঠে শরীর-বাঁকে।
স্তব্ধ শহরে নিঃশব্দে নামে ভেজা রাত
আবেগী মেদুরতা আমাদের ঘিরে ফেলে,
তারাদের নিঃশ্বাস মেখে একমনে
আনকোরা এক আখ্যান লিখে চলে।
তোমার কাঁধ যেন অলৌকিক সেই বেদী
যাতে রাখি পাহাড়চূড়াসম দুঃখের ভাগশেষ,
আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করি তাদের -
আমার অসময়ের কবিতা হয়ে ওঠার অবশেষ।-
কুসুম সকাল, জানলা খোলা, ভীরু চোখের দৃষ্টি এড়ায়,
হাওয়ার তোড়ে পর্দা সরে, চকিত দেখা, বুক কেঁপে যায়।
সকালবেলার চায়ের দোকান, তুমিই তখন মধ্যমণি,
আমারই যত আড়ষ্টতা, মুখ টিপে পথ পেরোতে জানি।
টিউশনিতে মন বসে না, ধমকগুলো উড়ে বেড়ায়,
আমি তখন আলতামিরায়, পলাশ জমে চোখের তারায়।
অবাস্তবের লড়াই শেষ, কাঁচের গুঁড়ো ছড়িয়ে পড়ে,
আলতা পায়ের লক্ষ্মী আসে, অলক্ষ্যেই রক্ত ঝরে।
গুছিয়ে নিয়ে পেরিয়ে গেলাম অনেকক'টা বছরগুলো,
জলছবিরা পড়েই থাকে, পরতে শুধু জমছে ধুলো।
অসম্ভবের ভালোবাসা, আঙুল-ফাঁকে জমছে ঋণ,
হঠাৎ যদি হয় দেখা, তোমার সাথে, এই আশাতেই গুনছি দিন।-
কতদিন দেখিনি,
চাঁদগলা জ্যোৎস্নার নরম মোমের মতন
পেলব, মেদুর হাসির ছড়িয়ে পড়া,
সে হাসির রেশটুকু মেখে নিতে নিতে
আমিও তখন চন্দ্রতপা।
কতদিন শুনিনি,
সেই কন্ঠস্বর যার অতলে
আমার সমর্পনের আখ্যান লিখেছি।
কতদিন ছুঁয়ে দেখিনি,
সেই অলৌকিক বেদীটা
যার স্পর্শে আমিও প্রতিবার
অ্যাফ্রোডাইট হয়ে উঠেছি।
-
To forgive someone doesn't mean that you are weak;
it shows your inner strength to move on to the next chapter in your life.-
She is that
ethereal
petrichors
that need to
be inhaled
deeply to let
the soul
slip in solace.-