QUOTES ON #AM_BANGLA

#am_bangla quotes

Trending | Latest
26 SEP 2020 AT 19:19

ভাবছি বসে, ছন্দ করা হতই যদি অসম্ভব
কাব্যি যদি গল্প হত, আজগুবি মিল যত্তসব
সুরগুলো সব অন্য তালে আপনিই যদি বাঁধত গান
ভাবুক কবি লিখতেন কি, ইতিহাসের জন্মস্থান?

-


24 SEP 2020 AT 18:34

"বড় হয়ে পাইলট হব",
হাসপাতালের সিলিঙের দিকে তাকিয়ে
বলে উঠলেন মৃত্যুপথযাত্রী বৃদ্ধা।

-


20 SEP 2020 AT 19:30

এপার থেকে ওপারে নিয়ে যাওয়ার এক অদ্ভুত দায়িত্ব যে আমার, কেউ পারাপার করে নৌকোয়, আর কেউ, একমুঠো ছাই হয়ে।
কে বলুন তো? আমি যে গঙ্গার ঘাট।

(ক্যাপশন)

-


9 MAY 2021 AT 11:18

-


17 MAY 2020 AT 18:43

জীবনের কোনো অঙ্কই নয় তার কাছে অজুহাত।

মোমবাতি আর স্বপ্নের আলোয় কেটে যায় সারারাত।

-


21 JUN 2020 AT 9:00

বাবা মানে একপশলা বৃষ্টি শেষে রোদ,
বাবা মানে এই বন্ধু, এই ঝগড়ার ঝোঁক।
বাবা মানে অফিস ফেরত হাজারখানেক গল্প,
বাবা মানে একটু আড়ি, ভাব অল্প স্বল্প।

বাবা মানে "রাগ করলি?", বাবা মানে "ওরে খেতে আয়।"
future goals, জ্ঞানের কথা শুনতে শুনতে কেটে যায়।
বাবা মানে অনেকখানি ভালোবাসা আর ভরসা,
বাবা মানে "আমি সাথে আছি, ভয় পাসনা, লড়ে যা।"

-


17 JUN 2020 AT 18:28

মিঠে রোদে লেখা
বেলাশেষ আকাশ যখন কনে-দেখা,
মেঘ নেই, তবু অভিমান করে
গল্পেরা জমে হলদে সে ভিড়ে,
তার মধ্যে, আমি আছি কি?
না, শুধুই এলোমেলো সব খোলামকুচি।

-


2 AUG 2020 AT 18:11

আবার যদি হঠাৎ দেখা হয়,
চিনে নিস যেন, এক ঝলকেই।
মনে করে বসিস না যে
এই আমি আর সেই আমি নেই।
ভাবিস না রে বদলে গেছি,
বদলায় শুধু বছরগুলো।
তখনো যদি জানতে চাস
বলে দেব সব নাম লুকোনো।
পাগলামি টা থাকবে একই,
হবে আবার একটুতে রাগ,
এক নিমেষেই পড়বে মনে
ক্লাসের মজা, টিফিনের ভাগ।
কোথায় গপপো জমত ভালো,
কোন ঘটনা এখনো হাসায়,
স্মৃতির ডাইরি ফেলব খুলে,
আবার যদি হঠাৎ দেখা হয়!

-


29 JUN 2020 AT 19:24

মোড়ক খুলে বই দেখলে আনন্দে যার মন নাচে
পাতার ফাঁকে হারিয়ে গিয়ে মন থাকেনা সাত-পাঁচে,
বইমেলা যার ভালোবাসা, লাইব্রেরি যার প্রিয় স্থান
'কবে নতুন গল্প পাবো' ভেবে করে যাদের মন আনচান,
নতুন বইয়ের গন্ধ, আর পুরোনো লেখার নেশা যার,
গেলেই পাবে বইপাড়া তে, মনের মতন চমৎকার!

-


2 MAR 2020 AT 17:39

ঝড়ঝাপটা আসবে অনেক, ভাঙেনা যেন মনের বল।
আজকে যেটা অসম্ভব সেটাই নিয়ে হাসবি কাল,
তাই শক্ত হাতে একসাথে চল ধরে ফেলি জীবনের হাল।

-