আজ এই মিথ্যা বলার দিনে,
কত মানুষ সত্যি বলে যাবে।
প্রকাশ করে মন হবে হালকা,
জেনে নিও তারও মনের কথা।
ছন্দ মিলে গেলে ধরে নিও হাত,
না মিললেও দিওনা নিজেকে আঘাত।
মিথ্যার আড়ালে সত্যির আভা,
হারানোর ভয়ে গোপন রয়ে যায় ভালোবাসা।
-০১.০৪.২০২২.-
1 APR 2022 AT 2:54