ভালোবাসা এসে দোলা দিয়ে যায়
মাধবীলতা র বনে
তোমার সাজানো বাগান আজও
রেখেছি পরম যতনে-
রংমলাটের হারানো ভাঁজে,
থাকল গোপন কল্পনা...
এসব অতীত তুলবে উজান,
যখন আমি ফিরব না....
-
স্বপ্নলোকের সাক্ষী মেনে
অভিলাষী হয় তাসের ঘরে,
নির্বাসিতের বিলাপ তখন
সুর তোলে ওই ছেঁড়া তারে।-
অম্বর-মাঝে মাহাত্যগান তোমার গৌরবে
বিচিত্র বীররূপ জগৎজয়ী সংঘাতে,
ধরিত্রী ললাটে খণ্ডিত বিজয়-আখ্যানলিপি
প্রতিস্পর্ধী অনুচ্ছেদ তোমার দিনলিপি।
সুমধুর শৈলের মাল্যে করি তোমায় বন্দনা
ঘোচাও ঊর্ধ্বশীর্ষ বর্ণে প্রানমূর্তি যাতনা,
বিশ্বখ্যাত নৈবদ্যের প্রতীক্ষিয়া দীর্ঘশ্বাসে
অমর বিস্মৃতি কবিপ্রতিভা আজও হৃদয়স্পন্দিত প্রতিটা বাঙালির প্রশ্বাসে।-
I don't know what's the problem of our Bengali community. Our luck is very bad. We closely and narrowly missed 2 nobel prizes.
J C Bose and Subhas Mukhopadhyay.
We could have 6 in total!!!!!!!!!!-
শরৎ, বৃষ্টি আর বাঙ্গালী
বৃষ্টি দিনে আধার
চায়ের ভাড়ে দাগ কাটে ঠোঁট
তুমি ছিলে বনবাসী
শহরবুকে আদ্র্ রঙ্গিন রেইনকোট
শ্রাবণ নয় শরৎ স্নিগ্ধ মন
রবীন্দ্রনাথে হার মানে
বাঙালির এক আবেগ
শরতে বৃষ্টি নামে ।
-