QUOTES ON #হাসির

#হাসির quotes

Trending | Latest
26 JUN 2020 AT 17:36

সস্তা ছাতা ভেঙে গেল
ঝিপ ঝাপ বৃষ্টিতে
ভাঙা ছাতা নিয়ে বাড়ি ফিরি
ভিজতে ভিজতে দ্বি-প্রহর রাত্রী তে।

-


27 JUL 2020 AT 21:15


অন্তরে যতোই থাক ব্যথার পাহাড় জমে
তুমি হাসিতে মুক্ত ঝড়িয়ে দিও ,
সেই ব্যথার পাহাড় সরিয়ে ক্ষনিকের তরে
জীবনে কিছু হাঁসি কুড়িয়ে নিও ।
সবার মনেই আছে কতো জ্বালা যন্ত্রণা তাই
তোমরা একটু সুখের পরশ পাও ,
দুঃখের অবসান ঘটিয়ে মনে আনন্দ আসুক
জীবনে কিছু হাসির স্বাদটা নাও ।

-



মেসোমশাই
ভালো-মন্দের ধার ধারেনা
নেই কোন তার বাছাই l
সবকিছুতেই দিব্যি মোজে
আমার মেসোমশাই ll

(ক্যাপশনে---===-----)

-


16 JUL 2021 AT 22:18

😴😴😴

-


13 OCT 2018 AT 11:21

হায় রে কপাল!
সিনিয়র রা বেবি ডল আর ক্লাসমেট ফুটবল 😭😭

-


26 JUN 2020 AT 19:11

এক যে ছিল গাধা নাম ছিল তার হাঁদা
ছুটতেগেলে পথের পরে লাগত মনে ধাঁধা।
বলতো আমি ওরে জিতব গায়ের জোরে
আনব ধরে বনের রাজা তুলে পিঠের পরে
হঠাৎ একটা বিকেল জমিয়ে দিল খেল
সিংহমামা রাগের বশে ভাঙল মাথায় বেল
সেই সে দিনের পরে গাধার কমল মাথার জোর
হার মানল ঘোড়ার কাছেও কাটল মনের ঘোর

-


20 DEC 2017 AT 22:26

Neil Armstrong:ওইযে চাঁদে যে গর্ত দেখছিস, ওটা অামার পায়ের ছাঁপ।।
সৃজিতের yeti: ওরম মনে হয়।।😁😁😂😂😎😎☺☺😖😖

-


2 OCT 2020 AT 11:46

হাসির চমকে নতুন সকাল
ঘুম ভাঙ্গে পাহাড়ের কোলে,
বরফ ছুঁয়ে হাওয়া করছে যখন ধাওয়া
নতুন করে নিজেকে খুঁজে পাওয়া
নাম-না-জানা ঝরনার কলকলে;
আলস্য ঝেড়ে ফেলে চড়বো আমি চূড়ায়
অ্যাডভেঞ্চার ফণা তোলে...

-


2 OCT 2020 AT 8:54

হাসির চমকে নতুন সকাল
আশাবরী আলোর বন্যা,
খুশির দমকে উছল ঝাঁপতাল
কলকলিয়ে ওঠে কন্যা|

-


1 APR AT 18:27

পোষ মেনেছি বলে বাড়ির মধ্যে চুপ করিয়ে রেখেছিস।
কতকরে বললাম আমার ছবিটা ghibli করে দিতে , কারুর সময় নেই!
আত্মীয়রা আসুক এমন চেললামেল্লি করবো ,
ভয়ে কেউ বাড়ীতে আসবে না ....🐕
This is my voice power...apna time ayega 😎

-