সস্তা ছাতা ভেঙে গেল
ঝিপ ঝাপ বৃষ্টিতে
ভাঙা ছাতা নিয়ে বাড়ি ফিরি
ভিজতে ভিজতে দ্বি-প্রহর রাত্রী তে।-
অন্তরে যতোই থাক ব্যথার পাহাড় জমে
তুমি হাসিতে মুক্ত ঝড়িয়ে দিও ,
সেই ব্যথার পাহাড় সরিয়ে ক্ষনিকের তরে
জীবনে কিছু হাঁসি কুড়িয়ে নিও ।
সবার মনেই আছে কতো জ্বালা যন্ত্রণা তাই
তোমরা একটু সুখের পরশ পাও ,
দুঃখের অবসান ঘটিয়ে মনে আনন্দ আসুক
জীবনে কিছু হাসির স্বাদটা নাও ।-
মেসোমশাই
ভালো-মন্দের ধার ধারেনা
নেই কোন তার বাছাই l
সবকিছুতেই দিব্যি মোজে
আমার মেসোমশাই ll
(ক্যাপশনে---===-----)-
Neil Armstrong:ওইযে চাঁদে যে গর্ত দেখছিস, ওটা অামার পায়ের ছাঁপ।।
সৃজিতের yeti: ওরম মনে হয়।।😁😁😂😂😎😎☺☺😖😖-
হাসির চমকে নতুন সকাল
ঘুম ভাঙ্গে পাহাড়ের কোলে,
বরফ ছুঁয়ে হাওয়া করছে যখন ধাওয়া
নতুন করে নিজেকে খুঁজে পাওয়া
নাম-না-জানা ঝরনার কলকলে;
আলস্য ঝেড়ে ফেলে চড়বো আমি চূড়ায়
অ্যাডভেঞ্চার ফণা তোলে...-
হাসির চমকে নতুন সকাল
আশাবরী আলোর বন্যা,
খুশির দমকে উছল ঝাঁপতাল
কলকলিয়ে ওঠে কন্যা|-
পোষ মেনেছি বলে বাড়ির মধ্যে চুপ করিয়ে রেখেছিস।
কতকরে বললাম আমার ছবিটা ghibli করে দিতে , কারুর সময় নেই!
আত্মীয়রা আসুক এমন চেললামেল্লি করবো ,
ভয়ে কেউ বাড়ীতে আসবে না ....🐕
This is my voice power...apna time ayega 😎-