রহস্যভেদ হবেই,
খুলে যাবে অস্বচ্ছ জানলা..
ভণ্ডামির ঘটবে বিলুপ্তি
অপরাধী পাবে তার উপযুক্ত শাস্তি
ফেলুদা যেখানে স্বয়ং উপস্থিত
তুচ্ছ সেখানে সমস্ত কারসাজি।।
-
9 JUN 2020 AT 12:02
5 JUN 2020 AT 18:27
ওরা মানুষ নয়
ওদের না আছে মান, না আছে হুঁশ,
ওরা পাশবিকের চেয়েও অধম,
আছে কেবল অহংকারের জৌলুস।
কিসের অহংকার? মিথ্যে অহংকার!
ওরা নাকি শ্রেষ্ঠ জাতি!
অকাজ কুকাজ করেও ওরা
বদলাতে পারে রাতারাতি।
ভন্ডামিতে শ্রেষ্ঠ ওরা,
স্বার্থের লোভে সব পারে,
দেশের থেকে সুযোগ নিয়ে
ওরাই আবার দেশ ছাড়ে।।-
21 FEB 2023 AT 22:13
মুখে মুখে আজ ঘুরছে ঈশ্বর তত্ত্ব
পরণে ধর্মের বেশ,
আসল ধর্ম কিন্তু উধাও সেখানে
ভন্ডতে ভরেছে দেশ।-
21 FEB 2023 AT 22:10
মুখে মুখে আজ ঘুরছে ঈশ্বর তত্ত্ব
পরণে ধর্মের বেশ,
আসল ধর্ম কিন্তু উধাও সেখানে
ভন্ডতে ভরেছে দেশ।-
8 AUG 2020 AT 15:38
পুরোটা সময় তাঁর জন্য-
আমি হলাম উল্টে হন্ন;
আমি জানি না আজও কেন??
তোমার এবার পুরো ব্যান্ড বাজানো!!-
16 JUL 2021 AT 23:29
ভক্তিও যেন ব্যাবসা এখন, ভক্ত যেন গ্রাহক
উপাসনার মিথ্যে বড়াই, যত ভন্ড ধর্মযাজক !-