QUOTES ON #এটাই_বাস্তব

#এটাই_বাস্তব quotes

Trending | Latest

ভালো কিছু ভালোই থাকে,
খারাপ একদিন স্বরুপ দেখাবেই,
যে থাকার সে থাকবেই, কি ভালো কি মন্দে,
কিন্তু যে যাবার সে যাবেই,তা প্রাসাদে রাখলেও!

-


5 MAY 2018 AT 21:14

বাবুই পাখি জানে আসছে বর্ষায়,
ভেঙ্গে যাবে তার ঘর।
তবুও সে বাঁধে বাসা,
বুকে নিয়ে নানা আশা।

-



তোর বুকের ভিতর ব্যথার পাহাড়
তুই বিশাল আকাশ হতে চাস,
স্বার্থপরের এই দুনিয়ায় কেন
বারে বার ভুল করিস বারোমাস ??
তোর দুঃখের কথা ভুলে গিয়ে
তুই অন্যকে সুখ দিস,
তোর পরাণটাকে ভালবাসিস আগে
সে যে কষ্টেই খাটে দিবানিশি তোর,
কত শত নিঠুর ফরমাইস!
✒️ Biswarup🖋️


-


1 SEP 2020 AT 13:20

Poulami Majumdar

-


3 OCT 2021 AT 22:45

জীবন হলো জলের নৌকা,
কখনও সুখের পাল তোলে,
আবার কখনও দুঃখের স্রোতে
ভাসে,কখনও আবার ছুটে
যায় ভালোবাসার টানে,কখনও
থেমে যায় অজানা অভিমানে,,

-



এই জগতে সবাই শুধু নিজের স্বার্থ খোঁজে,
বোবা মনের ভালোবাসা কজনে আর বোঝে?

-


25 SEP 2021 AT 22:20

যদি দেখা না হয়, ভেবো না দূরে আছি,
যদি কথা না হয় তাহলে ভেবোনা ভুলে গেছি,
যদি না হাসি তাহলে ভেবোনা অভিমান করেছি,
যদি তোমায় কল না দেই,তাহলে ভেবো না বদলে গেছি,
সত্যি বলতে তো আমি তোমায় খুব ভালোবাসি,
তাই তোমায় আমি সব সময় খুব মিস করি,,😊

-


25 AUG 2020 AT 0:41

প্রয়োজনে-প্রিয়জন নাকি বন্ধু...?

প্রয়োজনে ব্যতীত কেউ........?

মানে, একলা চলো রে.......?

কিছু কিছু সস্পর্ক এমন হয়,..........

সেখানে চেনার দরকার হয় না...........

দেখার ও দরকার হয় না, কোন স্বার্থ খোঁজে না, সেটাই বন্ধুত্ব।।

-



মিছামিছি কথা প্রেমের, মনে বাড়ে জ্বালা,
প্রেম মানেই ছেলে মানুষি আর পুতুল খেলা।

-


13 NOV 2021 AT 16:50

মন দিয়ে যার করবে তুমি উপকার,
তার থেকেই একদিন পাবে তুমি
বিশ্বাসঘাতকতা উপহার,,

-