QUOTES ON #ঈদ

#ঈদ quotes

Trending | Latest
25 MAY 2020 AT 9:18

আমরা ভয় পাই না, আমাদের প্রচুর সাহস,
আমরা যুদ্ধ চাই না, আছে অঢের ভালবাসার পরশ,
আমরা পাই যন্ত্রণা , আমরা বী'রে' খর্ব না,
আমরা ক্ষতো হবু না, মনরে দি যে প্রেরণা।
আমরা দুর্বল না, আমাদের অনেক শক্তি,
আমরা পিছু হটিনা , রক্ষার প্রতি হাজার মূর্তি।
আমরা জেলখানায় না, আমরা পেয়েছি মুক্তি,
আমরা নিই মন্ত্রণা, আমাদের আছে যুক্তি।
আমরা যে ভীতু না, বলবো আবার সত্যি,
আমরা যে বীরেরা, দেশ কে করি ভক্তি।
আমরা ভয় পাই না, আমরা যে বীর,
আমরা নই আলাদা, একই হে শির।
আমরা যে নীড়ে না, আজ বাড়ি-ঘর ছাড়া,
আমরা ঘুম হারা, কাজ- "মুক্ত দেশ গড়া"।


-


25 MAY 2020 AT 18:46

একলা থাকার কঠিন ব্যামো,
বারোমাসি হুজুগে বাঁচে ।
নাক ছবি অতল জলে ,
তবু খুশির চাঁদে আশা জাগে ।
মেহেন্দি রঙ ঢেলে যায় ,
হাত মাখে মৌন হয়ে ।

-


25 MAY 2020 AT 18:15

ওই যে,
এক ফালি চাঁদ উঠেছে গগনে।
খবর পেয়ে,
উৎসবের আমেজ শুরু সকলের মনে।
এ যে খুশির চাঁদ,,
খুশির উৎসব।।
🌜🌜ঈদ মুবারক 🌜🌜

-


24 MAY 2020 AT 19:10

প্রত্যেককে ঈদুল ফিতরের হার্দিক অভিনন্দন, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানায়।
আর দশটা ঈদের মতো নয় বরং দেশের পরিস্থিতিকে মাথায় রেখে আপনারা ঈদ উপভোগ করুন।
💞ঈদ মোবারক💞

-


25 MAY 2020 AT 19:02

চাঁদের কোনো ধর্ম হয় না..

কখনও 'ঈদ'-এর চাঁদ হয়ে খুশী নিয়ে আসে
কখনও বা কোজাগরী পূর্ণিমার রাতে
আবার কখনও 'करवा चौथ' এর রাতে

-


25 MAY 2020 AT 14:28

একদিন কি জাতের ফানুস না উড়ালে বড্ড ক্ষতি হবে?
চাঁদ নিয়ে না হয় আজ নাইবা থাকুক দাঁড়িপাল্লাl
কেউ যদি তোমার সামনে এসে সাদা পোশাক পরে দাঁড়ায়
কি বলবে তাকে তুমি, মৃত্যু না জীবন?
আজ যদি ধর্মের বর্ম সব ফেলে দিয়ে
দূরে আকাশটার দিকে তাকিয়ে দেখি
অদ্ভুত ঐশ্বরিক স্নিগ্ধতা মিশে আছে তাতে
ঈশ্বর ,হ্যাঁ ঈশ্বরকেই প্রার্থনা যতো
এই প্রার্থনার ধর্ম কোথায়?
মাতৃদুগ্ধের যদি ধর্ম না হয়, তাহলে ঈশ্বরের কেন?

-


25 MAY 2020 AT 18:17

ঈদের উৎসবে হাসি ফোটায় ছোট্ট একফালি চাঁদ
আমফান কেড়েছে খুশির আলো, ভেঙেছে বাড়ির ছাদ।

-


25 MAY 2020 AT 18:07

থেমে গেছে বর্তমান, থেমে গেছে মানবতার বাঁধ।
তবুও আজ উজ্জ্বল হোক, জমানো পৃথিবীর অর্ধেক চাঁদ।।

-


25 MAY 2020 AT 11:06

মুর্শিদ জানে শুভ্র চাঁদ;
খুশির নামাজ নতুন বেশে।
ইসলাম-ও জানে জড়িয়ে ধরতে;
রোজা ভাঙার দিনের শেষে।।

-



মন খারাপ আর করিসনে রে, এই খুশির উৎসবে;
অষ্টমীটা তুলে রাখলাম। ঈদের নমাজ হবে.. 🤝

-