মৃত্যু বোঝ?
শুনেছি নাকি যন্ত্রণার!
ঐ যে দেখি,
নাস্তা-পানি, শেষ ইচ্ছা
মন্দ নয়!
সেই যে মেয়েটি,
তেরোটা দিনের জীবন-যুদ্ধে জুটেছিল;
এখন বলো,
কার পক্ষের যন্ত্রণাটা বেশি ছিল?
জানি আমি
খারাপ-ভালোর মাপকাঠিটা ওরম ভাবে ধার্য নয়,
পুরুষত্ব মানষিকতায়
উগলে দেওয়া বীর্যে নয়।
যখন মরলো ওরা; তোড়জোড় সব
রাখাও ছিল গীতা,
সাত বছরের মৃত্যু পরে
আজ জ্বললো চিতা।-
সব কিছু দেওয়ার পরেও..
তাকে চলে যেতে দেখেছি।
সব কিছু পাওয়ার পরেও
তাকে আগলে রাখতে দেখিনি।
-
'ভবিষ্যৎটা' লিখবে যেমন তুমি
যত্ন করে আমি তেমন হবো,
আবেগ খুনের দায়ে
জেল খাটছি, তবুও
'পারি না' গুলো ঠিকই পেরে যাব ।
-
থমকে যাবে সবই ..
বরং, থমকে যাওয়ার আগে,
মিটিয়ে ফেলো সব পিপাসা
অন্ধকারের আগে।
-
ছেঁড়া সম্পর্কেও থাকে
অভ্যাসের সেই পিছুটান,
ইস্পাতেও যেন মরচে ধরায়
এক সমুদ্র অভিমান।
-
What is the 'Most Badly Needed Thing'
you can ask for after having a negative conversation?
An airtight hug!
-
I went there
Carrying an entire book in my heart.
To tell the story.
And again..
Silence won & the story remained untold.-
So.. what 2020 taught you ?
People who've promised to stay till end,
Ended their journey in 2020 itself.
Some.. by God's choice,
And some.. by their own.-
আমি দিয়ে শুরু, আমিতেই শেষ, কাটেনি এখনও নেশাটার রেশ।
একা থাকাটাই শ্রেয় মনে করে, স্মৃতিগুলোকেও মুছে দিও
বেশ?-
Then I noticed,
There are 315 contacts in the WhatsApp.
But hardly one,
Whom I can break down to.-