সেই পিথাগোরাসের সূত্র-
যেখানে, (লম্ব)2 + (ভূমি)2 অথবা (ভূমি)2 + (লম্ব)2 হলে তবেই = (অতিভুজ)2 হবে।
(লম্ব)2 - (অতিভুজ)2 এবং (ভূমি)2 - (অতিভুজ)2 হয়।
তেমনি ভালবাসায় লম্ব ও ভূমি অথবা ভূমি ও লম্ব ২জন একে অপরকেই ভালোবাসে "+" চিহ্ন দিয়ে।
সেখানে "=" চিহ্নের left hand side হোক অথবা right hand side, অতিভুজের সাথে "-" চিহ্নই থেকে যায়।
অতিভুজ যার সাথেই "+" চিহ্ন দিয়ে যুক্ত হোক না কেন অবশেষে উওর ভুল-ই আসে।
তাই বন্ধুত্ব ৩জনের সাথে পিথাগোরাসের ৩টে দিক হলেও, ভালোবাসা ২জনের মধ্যেই সীমাবদ্ধ, সেখানে বন্ধুত্ব ভালবাসায় আর ভালবাসা বন্ধুত্বে পরিণত হতে পারে না।
সব জায়গায় সবাই বসতে পারে না আর সবার জন্য উন্মুক্ত নয়, তা নাহলে তার "সূত্র" আর অপর দিকে "বন্ধুত্ব" আর "ভালবাসা" এই পবিত্র শব্দ ২টিকে অপমান করা হয়।।- #another_one
21 AUG 2018 AT 10:54