25 NOV 2019 AT 0:18

চলো যাই সেই বহুদূরে
যেখানে পাহাড়, মেঘে ঢাকা পরে
ওই যে হাওয়া ডাকছে জোরেজোরে
রঙিন নৌকা নিয়ে যাবে ভোরে।।

আজ তোমাতে আমি হারিয়েছি প্রাণ
একলা পথে শুনিয়েছ পাখির গান
তোমার প্রেমে অমৃতরস করিলাম পান
পূর্ণ মম জীবন, তব এই দান।।

আবারও মনে জাগে এক নেশা
উড়তে, দৌড়তে, পরে যেতে নেই নিরাশা
মনে শুধু একটাই মিনতির ভাষা
থামতে চাইনা জীবনে, এই মম আশা।।

তুলির টানে🎨🖌️

- #another_one