সময় কবিতা লেখে
সময় কবিতা লেখে,
কবিতার মতোই, ছন্দই হলো তার মাপকাঠি।
যে যত সুন্দরভাবে এই সময়ের সাথে বয়ে চলবে,
তার কবিতাটি ততই সুন্দর হবে।
ছন্দের সাথে ছন্দ মিলে সৃষ্টি হবে এক অধ্যায়,
ভালো মন্দের মধ্যেই মিশে যেমন সময়ের পর্যায়।
তাই, সময় কবিতা লেখে।- Susmita
12 SEP 2019 AT 19:31