24 MAY 2018 AT 18:24

আমি শুধু বৃষ্টির সময়েই কাঁদবো,
তবু আমি তোমার কথাই ভাববো ।

হাজার হাজার কাব্য আমি..
শুধু তোমায় নিয়েই লিখবো।

বাঁকা গলির ওই অন্ধ পথে
আমি শুধু তোমাকেই খুঁজবো।।

বৃষ্টি ভেজা ওই কাজল দুচোখে
আবারও আমি ডুববো।।

- সুপ্রিয়