23 JAN 2019 AT 12:03

স্বাধীনতা মানে কি শুধু গর্বিত চোখে স্বাধীন দেখের তিরঙ্গার দিকে তাকিয়ে গর্ব অনুভব করা আর গলা ফাটিয়ে বলা আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক!!
নাহঃ স্বাধীনতা মানে প্রতিটা নাগরিকদের আর্থিক,সামাজিক,শারীরিক সমস্ত দিক থেকে সুস্থ ভাবে, সুখে, শান্তিতে বেঁচে থাকার অধিকার.....
তবেই প্রতিটা ভারতবাসী গর্ব করে বলতে পারবে হ্যাঁ আমরা স্বাধীন..

- Suprita