The sun
Rays of light that fill the sky,
A brightness that makes us all sigh.
A warmth that brings us joy and peace,
A beauty that can never cease.
A star that never fades away,
A smell of summer night and day.
The sun is with us all the time,
A reminder of a life sublime.
A light that brings us hope and love,
A feeling that can never be found above.
It's a symbol of life and light,
A reminder of our beautiful sight.
The sun is a sign of life and a chance,
A reminder of a new romance.
A blessing that can never be denied,
A reminder that we are alive.-
অনেকটা বাকি
আমার সময় চলে যায় শিশিরে শিশিরে
ঝরা মেঘে আবছায়া সন্ধায়
আমি হেঁটে চলি একাকী ক্লান্ত।
হাত গুলো হাতড়ে বেড়ায়
অতৃপ্ত এক স্পর্শে এলোকেশে।
মাথার ঝিম ঝিম করে
অনেক ভারী এ পৃথিবী।
কত শব্দের করাঘাত
কত ফিরে না আসা
দেয়াল ছুঁয়ে জমতে থাকে মনে।
রাত এসে বলে এবার একটু ঘুমা
আমার চোখ জাগতে চায়
মেঘলা আকাশে তারা দেখতে চায়।
অনেকটা পথ বাকি
মুখের হাসির ভান্ডার যেন না ফুরোয়
আমি চলে যাবো অনেক দূর!
ক্লান্ত হলে চলবে না
এখনও শব্দ রা বজ্র হয়ে ঝরা বাকি
এখনও পৃথিবীর ওজন বারা বাকি!-
সরকারি চাকরি করা জামাইকে নিয়ে গর্ব করার চেয়ে স্বল্প উপার্জিত নিজের মেয়ে কে নিয়ে গর্ব করা অনেক সন্মানের❤️
-
আমি পুরি হয়ে যাই ছাই
আমি পুরি হয়ে যাই ছাই
আমি চলি ছায়াপথে
বিষের জ্বালায় দগ্ধ শরীর
ধোঁয়া হয়ে উঠে চলে রাতে।
জানালার ফাঁকে আকাশ ডাকে
ডাকে নীলাভ ধ্রুবতারা
অবাক আমি অপেক্ষায় থাকি
এ বুঝি দেবে সারা।
আমি আছি এই তারার নিচে
আছি সুদূরের স্বপ্নে ভেসে
কত রাত যে চলে গেছে পিছে
তবু যাই আলতো রঙিন হেসে।
স্নায়ুর ভিতর যুদ্ধ চলে
স্বপ্নরা ভেঙে যায়
আবার আমি দাঁড়াই ঘুরে
দেখি সামনে তুমি নাই।
আমি পুরি হয়ে যাই ছাই
আগুনেও তোমাকে খুঁজে পাই
আমার আগুন তোমায় ছুঁয়ে
আকাশ জুড়ে মিশে যাই।
আমি মরি প্রতি রাতে
প্রতি ভরে বেঁচে যাই
বনহি শিখায় তপ্ত বিদুর
তবু মুক্তি যে নাহি পাই।।-
শেষ
বাহির হতে দেখিছ
উচ্ছল ছল ছল নদী
বন্যা এক প্রাণখোলা হাসি
উঁকি মেরে অন্তরে প্রবেশ করতেই
শূন্য অন্ধকারে আলোর হাহুতাশ
ছিন্ন সপ্নের মায়াজাল মেখে
ব্যাক্তি র মুখে অজস্র ধূলিকণা
নিভৃতে একদা সে স্বপ্ন গুলো
সাজিয়ে জড়ো করে একা
একে একে সাজায় বসে
কোথায় স্বপ্ন গড়ে কোথাও ভাঙ্গে।
বাইরের উচ্ছল বিহঙ্গ
ভিতরে ভেঙে যাচ্ছে প্রতিদিন
গড়ার আসা নিয়ে এগিয়ে যাচ্ছে
হয় হবে বাসা শেষ নয়তো
শেষের তরীতে উৎসর্গ করে
সে হবে শেষ!-
বছর খানেক অতিক্রান্ত
নীলাঞ্জনা! বছর খানেক গেলো অতিক্রান্ত
এখন আমি নিরব অভিশ্রান্ত
কোনো ব্যাথা আর ফিরে তাকায় না
ডুকরে মরে না তোমার গল্পের পাতায়
কোনো মানব সভ্যতায় খুন হওয়া
এক কাহিনীর চর্চা
ধীরে ধীরে হয়েছে শান্ত।
নীলাঞ্জনা ! তুমিও সেই আমার
ধুলোমাখা শহরে ধীরে ধীরে হয়ে গেছো বিলীন
ঝর্না ভেঙে তুমি হয়েছ শীতল শান্ত নদী
আমারও জীবন হেঁটে চলেছে
পুরনো স্মৃতি মুছে নতুনের আহ্বানে
পিছে ফেলে তারা ভরা বেলাভূমি!-
ভালোবাসার দিন
যঠরের বিক্ষুব্ধ জ্বালায় নিমজ্জিত হয়ে
রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছি গোলাপ হাতে
না প্রেমিকার জন্য না! প্রেম দিবসের জন্য!
ভালো হতো বলো মা
যদি প্রতিদিন মানুষ ভালোবাসতো!
রোজ গোলাপ বিক্রি হতো
অন্নের ভান্ডার হতো আমাদের
রোজ গরম গরম ভাত খেতাম বলো মা!
জানো বুঝি না মাগো
এ কেমন ভালোবাসা হায়
যেখানে শুধু প্রেমী রাই প্রাধান্য পায়!
কেনো এটি বাবা মা র জন্য ও নয়?
কেন এটি আমাদের মত অন্নহীনের জন্য ও নয়?
তবে মাগো ভালো হয়েছে
ওদের মতো আমাদের ভাবনা নয়
আমরা জানি যে বাবা মা কে
আগে ভালোবাসতে হয়।
অন্ন হীনে ভালোবাসতে হয়!
ঈশ্বর কে ভালোবাসতে হয়।
আর প্রকীত ভালোবাসার মানুষ
আসে না কোনো বিশেষ দিনে
সে এমনি ই আসে রোজ
কোনো রকম শর্ত হীনে!— % &-
তুমি
তুমি চঞ্চল তুমি উচ্ছল
যেন বসন্তে পাখি করে কোলাহল
তুমি উচ্ছাস তুমি সুন্দর
মন জুড়িয়া ভরে দাও আদর।
তুমি বন্ধন তুমি মুক্তি
কোনো মুক্ত প্রানের যেন সুপ্তি
তুমি গীতি তুমি ই শ্রাবণ
কোনো বৃষ্টি ভেজা দিনে করি আস্বাদন।
তুমি আগুনের মতো হল্কা
কোনো যুদ্ধ য় হাতে ভল্কা
তুমি জিতে নাও শত যুদ্ধ
তুমি জীবনী শক্তি উদ্ভুদ।
তুমি আমার প্রাণের মিষ্টি
আমার আদরের সৃষ্টি
তুমি নবীন জীবন কেয়া
চির জীবনে শান্তির খেয়া।-
শেষের শুরু
হিমতপ্ত উদ্বেলিত কিরণে
বায়ু বহিয়াছে ক্ষণকে ক্ষণকে
অশান্ত সাগরে উর্মি ভঙ্গে
প্রভাত মরিতেছে দুঃখ আলোকে।
কোথা হতে আসে শুষ্ক লহরী
আস্বাদন করি দু বাহু শুন্যে ছুরি
বুঝি শেষের হলো শুরু সবে
নাকি মৃদঙ্গ বীণা মোর স্তব্ধ হবে?
কহিতে পারো হে অকুল পথের
পথিক সাজিয়া কোথা আমি যাই?
জীবন দুয়ারে হেরিয়া ফিরিয়া
কেবল ই শুধু যাতনা কুড়াই!
রাতের শেষে সুয্যি এসে
বলে যেতে নাহি দিব
তোমার ঋণের হিসাব খাতায়
পরে সব সুধে নিব।
আঁধার গহনে হাতরায়া পথে
ঘরে ফিরি বারে বারে
নষ্ট জীবন ফিরিয়া আসে
মোর এই আধভাঙা সংসারে!-
নাই বা হলাম
নাই বা হলাম মৃদু খেয়া
তবু নদী মাঝে টলমল নৌকায়
হেঁটে যাবো জীবন তরী।
আসায় জড়িয়ে আশালতা
রং মাখিয়ে যাবো লাল নীল স্বপ্নে।
অচেনা শহরের তাজা কাঁচা কলমে
লিখে নিয়ে যাবো শত চেনা গলির গল্প।
রোদ গুলোকে দু হাতে মুষ্ঠিতে ভোরে
ছড়িয়ে দেব মানুষের ভিড়ে।
ওগো মৃণালিনী নাই বা হলাম
তোমার মৃদঙ্গ বাণী
তাও তোমার দাদরা কাহারবার বোলে
সুর তুলে দেব গগন টুটে।
তৌফিক সাহেবের মেম বিবি র মতো
তোমাকেও সাজিয়ে তুলবো আরব সুরমায়।
নীল গেলাসে মুক্তার টুকরো দিয়ে
ভেসে যাবো আরবি সুন্দরীর বন্যায়।
নাই বা হলাম আমি বেদুইন
তবু অজানায় তোমাকে রেখে দেব
আমার হৃদপিণ্ডের পিঞ্জরে।
যত দিন নিঃস্বাস না থামে
যত দিন নিঃস্বাস না থামে।।-