মানুষ নিজের দুঃখকে শ্রেষ্ঠ দুঃখ প্রমাণ করে সুখী হতে চায়।
-
::অপরাজিতা::
গায়ে যেন তার সমুদ্রের ঢেউ
গভীর, অসীম, অপরাজেয়;
সন্ধ্যার আকাশে ডুবিয়ে তুলি
যেন আঁক কেটে গেছে কেউ আলতো পরশে।
হয়ত তা দেখেছে সন্ধ্যাতারা।
পাতার কচি রঙে আদরে জড়িয়ে থাকা লতা
যেন আঙ্গুল ধরতে চায় একটিবার
কোনো চঞ্চল শিশুর মতো সহজ তার চাওয়া।
তবু পাপড়িতে ঘুমের রঙ মাখা
যেন হাজার হাজার বছর ধরে সে চিনেছে ব্রহ্মাণ্ড
নক্ষত্রের চলাফেরা সবই তার জানা।
সে আকাশ পানে চেয়ে হয়েছে
গভীর, অসীম, অপরাজিতা।
তবু ঈশ্বরের পা ছুঁয়ে মাথা নুয়ে দেয় সে অবলীলায়।
সব বাঁধন ছেড়ে সাধন করে,
আঁখিতে রাজে পরম ঋতমান।
সব চঞ্চলতা ধুলোয় লুটিয়ে, আখিঁ মুদে যায়
হাজার হাজার বছর ধরে চিনেছে ব্রহ্মাণ্ড
সে আকাশ পানে চেয়ে হয়েছে
ধ্যানস্থ, অসীম ধৃতিমান।
-
ঘাস ওর পায়ে জড়িয়ে যায় চুপটি ক'রে
অধরা পাখি ওর কাছেতেই ধরা দিয়ে যায়;
ওর বুকে কেমন সমুদ্রেরা ঢেউ তোলে
শিরায় শিরায় আকাশ নীলের স্রোত বয়ে যায়!
ও তারার দিকে তাকিয়ে ভাবে একমনে
"আমিও কি নয় ওদের মত?"
সে কথা বুঝি চাঁদও শুনে ভোর রাতে
চুলেতে আদর বুলিয়ে গেল কত!
ভোর বেলাতে শিশির কাঁচে, চোখে তখনও স্বপ্ন জেগে
ও কি খেয়াল করলো তবে, চুলেতে ওর জ্যোৎস্না লেগে?
-
I love and try my best to expect nothing in return. But I fail. I deeply crave that atleast for once, atleast at the end, the person would come, look into my eyes and reassure me. That's all.
-
Your strength lies in the smallest attempt to stand up, smile, trust and love - all over again...
-
In a chaotic world like this, nothing is more stronger than daring to love others deeply and find equilibrium in their smiles ❤️
-
I know I'm hard to love.
I have realised it over a period of time.
I always wanted people to listen to me but now I've realised I can't even express myself in words.
I always wanted to make others happy but I've realised sometimes no matter what you do, it's not enough.
I know I'm hard to love, I've realised that I live in a facade and want others to love me for real...-
To confess the truth, I want to see you happy.. I wish to see your face flushing with happiness, your eyes beaming with joy, your fingers trembling with glee. I want to hold you in your weakest point and make you laugh with my silly jokes. I wish to click innumerable pictures of you smiling and laughing, in my mind and I will do anything to preserve it. That's what preserves my own happiness, if you want to know.
-
And then there were none.
All my life, I stacked carefully all the memories, bitter and sweet...
I cried and laughed with so many people. But slowly they turned into mere faces and facades.
And then I was the only one, left alone in the long, incoherent alley of my own consciousness.-