খুব কষ্ট হচ্ছে আজ তোকে ছাড়া
তোকে না দেখার যন্ত্রণা অনুভব করি আমি
ফটোগুলোই জ্বালা মেটায় আমার
হাসিগুলোই প্রেরণা দেয় যন্ত্রণার
দেখতে খুবই ইচ্ছে করে তোকে
অনেকটা সময় ধরে আমার
ভালোবাসাটা একতরফা হচ্ছে আজ
তাই তোকে নিয়ে শুধু কবিতা লেখাই কি আমার কাজ????-
27 JUL 2017 AT 10:54