এমনি এমনিই জয় এলে জীবনে কাউকে বলার মতো গল্প তৈরি হয় না।
সে কারণেই মাংসের ঝোলের চেয়ে চিরদিনই ফ্যানেভাতে বেশি মশলা থাকে...-
Sujoyneel Bandyopadhyay
(Sujoyneel)
1.7k Followers 0 Following
Writer, TV Host, Film maker
Joined 1 June 2017
11 MAY 2024 AT 20:39
25 NOV 2020 AT 22:10
কালি শেষ হওয়ার পর যে লেখা শুরু হয়; সেটা বাস্তব।
তাতে শিল্প থাকে না; জীবন থাকে।-
15 MAY 2020 AT 11:18
নিজের ভুল বুঝতে পারা মানুষ আসলে হঠাৎ বৃষ্টি!
তুমি সারাজীবন তার কারণে ছাতা সঙ্গে নিয়ে ঘুরবে;
কিন্তু যেদিন সে ফিরে আসবে, সেদিনই তোমার কাছে ছাতা থাকবে না। ভিজতে তোমায় হবেই।
সে ভেজা অপরদিক দেখতে পাক আর না পাক।-
21 APR 2021 AT 11:08
যারা তোমায় নিয়ে হাসাহাসি করছে;
ভেবে নাও, তারা আসলে
তোমার উন্নতিতে খুশি হয়ে হাসছে।-
24 MAR 2021 AT 22:50
মনকে বোঝা; আর মনকে বোঝা ভাবার মধ্যে পার্থক্য আকাশপাতাল।
-